প্রতিশোধ
আসিফ শুভ্র
প্রতিশোধ নিতে গিয়ে নিজেকে আঘাত করোনা ,
কি লাভ !
ছেড়ে দাও , ঘুরতে দাও তাকে বর্তুলাকার কক্ষপথে !
কক্ষ্যচ্যূত দ্বাদশ উল্কা হয়ে ঝরে যেতে দাও ,
চিরতরে !
লাটিম কখোনো সরলপথে চলেছে ,
দেখেছো ?আবারো মেলা বসবে ,
যে সওদা করার সে করবেই সওদা – বর্ণিল ফানুস !
তুমি বরং সাদাকালো হয়ে , মাটি কামড়ানো ঐ
ওলকচুর মতোই পড়ে থাকোনা !নিজেকে ভালোবাসো ,
ভালোবাসার পাশে প্রতিশোধ শব্দটা বেমানান ।
নিজের অলিন্দে ঠাঁই দেয়া অবয়বটাকে
নি:শর্ত ক্ষমা করে দিতে শেখাটাও
একটা নিদারুণ প্রতিশোধ !প্রতিশোধ
– Asif Soikot ( আসিফ শুভ্র )