তোমার অপেক্ষায় আজো
(তাজরিনা সোহেলী)
সেই কবে থেকে বসে আছি,
তোমার আগমনের পদধ্বনি শুনবো বলে…!তুমি বলেছিলে –
আমার জন্য এখানেই অপেক্ষা করো,
আমি আসবো,
সাথে করে নিয়ে আসবো হলুদ রঙের ভোর।আর বলেছিলে,
তুমি যদি অপেক্ষা করতে পারো-
এনে দেবো রাঙা প্রভাত সাথে এমন এক সূর্যরশ্মি,
যে তোমায় আগলে রাখবে আমার ভালোবাসায়।আমি আজো তোমার প্রতীক্ষায় বসে আছি,
যেখানে তুমি আসবে বলে প্রতীজ্ঞা করেছিলে।তোমার পাঠানো সূর্যরশ্মি আজো আমায় আগলে রেখেছে!
মাঝে মাঝে হাল্কা বাতাস এসে যখন চুলগুলো নিয়ে খেলা করে,
আমি বুঝতে পারি তখন তুমি আমার চারপাশে ঘুরে বেড়াও।তোমার কাছে যাওয়ার স্বপ্নে বিভোর এই আমি,
বসে থাকবো আজীবন…এইভাবে…এইখানে…!