ফটোগ্রাফিক্যামেরাএক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি - হরিকল

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি – হরিকল

-

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি – হরিকল।

ভাল করে বলতে চঞ্চুমোটা হরিকল। ইংরেজি নাম Thick Billed Green Pigeon. বৈজ্ঞানিক নাম – Treron curvirostra. আরেকটি নাম দেখলাম ঠোটমোটা হরিয়াল, খুব সম্ভবত পশ্চিম বাংলার নাম।

হরিকলেরা চিরকাল ই লাজুক প্রকৃতির পাখি। কোন এক ভুলে মানুষের খুব কাছে বাসা বেঁধে ফেলেছিল এই পাখিদের এক জোড়া, আর যায় কোথায়? ঢিল ছুড়ে আর চিৎকার করে ওকে বাসা ছেড়ে দেওয়ার সব রকম আয়োজন করে ফেলল একদল মানুষ। কিন্ত মায়ের কি মমতা, এত কিছুর পরেও বাসা ডিম ছেড়ে যায় নি।

হরিকল
হরিকল

প্রাণিদের প্রতি মানুষের আচরন সংক্রান্ত লিফলেট বিতরণ খুব জরূরী৷ অনেকে জানেন ই না, পাতার ফাঁকে লুকিয়ে থাকা ডিমে তা দিতে থাকা মা পাখিকে বিরক্ত করা অত্যন্ত অনুচিত, আমি এক গ্রুপ ঘুরতে আসা মেয়েদের বোঝাতে সক্ষম হই অবশ্য, খুব সম্ভবত প্রচারণা আর সচেতনতা বাড়ালে অনেকেই এই অন্যায়গুলো আর করবেন না

চঞ্চুমোটা হরিকল কিংবা শুধুই হরিকল পাখি আকারে ২৫-৩০ সেমি, ওজন ১৭০-১৯০ গ্রাম। মার্চ থেকে আগস্ট এরা প্রজনন করে। সাদা রঙের দুইটা ডিম দেয়, পুরুষ এবং মেয়ে পাখি দুজনেই ডিমে তা দেয় ( সম্ভবত পালা করে)। এদের পুরুষ এবং স্ত্রী পাখি দেখতে আলাদা কিন্ত। পুরুষের পিঠে মেরুন রঙ, যা স্ত্রী পাখির থাকে না। এদের বেশ বড় বড় অনেকগুলি ঝাঁক দেখেছি, কিন্ত এতটাই দূরে সেসবের কোন ভাল ছবি তোলা সম্ভব হয়নি।

হরিকল
হরিকল

এই ছবিটি অবশ্য ওর বাসায় তোলা না। অন্য ডালে উড়ে এসে বসেছিল তখন তুলেছি। কেবল বৃষ্টি নামবে, আকাশ মেঘে মেঘে ছেয়ে গেছে, এরকম সময়েই ওর একটা ছবি তুলতে পেরেছি। ও উড়ে এসে বসেছিল এক ডালে, কৌতুহলি চোখে দেখছিল, আমি ক্যামেরা না ছুয়ে প্রাণভরে ওকে দেখলাম, সব মুহূর্ত ক্যামেরাবন্দী করতে নেই, অনেক মুহূর্ত সুখের মত মনে গেঁথে নিতে হয়।

লিখা ও ছবিঃ নিসর্গ অমি

ব-দ্বীপ
ব-দ্বীপ
শুধুমাত্র আমাদের প্রাণপ্রিয় বাংলাদশের জল, স্হল, জনপদ আর প্রকৃতিকে উপস্হাপন করাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।

Leave a Reply

সর্বশেষ

বাজেট পরিকল্পনা ও সাশ্রয়ী ভ্রমণ: কম খরচে স্মরণীয় যাত্রা

বাজেট পরিকল্পনা ও সাশ্রয়ী ভ্রমণ: কম খরচে স্মরণীয় যাত্রা! ভ্রমণ মানেই নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা, নতুন মানুষ। কিন্তু অনেক সময়...

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি আশপাশে সাভার, ধামরাইয়ের মতো প্রাচীন বনেদী সব জনপদ থাকতে...

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা, বান্দরবন

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা বান্দরবন জেলার আলীকদমে অবস্থিত। বেশ দূর্গম পথ , তবে মারাত্মক লেগেছে। ফ্লাশ ফ্লাডে পাহাড়...

আজিজ মাস্টারের বাড়ি

‘মুন্সী’ ‘খাঁ’ টাইটেল যে হিন্দুদেরও হয় তা জানতাম, তবে খুব একটা common  নয়। Afterall ‘মুন্সী’ শব্দটি ফার্সি। হিন্দু মুন্সী পদবীধারীর...

ঝরঝরি ট্রেইল

চট্টগ্রামের সীতাকুণ্ড রেইঞ্জের সবচাইতে বুনো ট্রেইল বলা হয় এই ঝরঝরি ট্রেইলকে। এই ট্রেইলে মোটামুটি দেখবেন জোঁক, বানর, সাপসহ নানা...

পাঠক প্রিয়

error: Content is protected !!