স্পর্শের বাইরে…
তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার সোনালী সঞ্চয়। হয়ত স্পর্শের মাদকতা থাকবেনা আর কখনোই। স্বপ্নের খুঁড়েঘর বাঁধা হবে না আর। পুর্নিমার জোসনাস্নিগ্ধ একটা রাতও আসবে না আর দুজনার। বৃষ্টির ফোটারা ঝরতে ঝরতে ক্লান্ত হয়ে পরবে, হয়ত একসাথে ভিজা হবেনা আর। কারনে অকারনে ঝগড়া করা হবেনা আর। অভিমান ভাংগতে তোমার কপালে চুমুর তিলক কাটতে হবেনা আর। সমাজবৃত্তের পৃষ্টদেশটা বড্ড অদ্ভুত, বিচ্ছেদের বেরীবাঁধ এটেঁ দিল। তবুও তুমি মনখারাপী মেয়ে হইও না। ভালো থাকার পরশপাথর নেই আমার। তাই আমার জমানো সবটুকু বাক্সবন্দী ভালেবাসা তোমায় দিলাম। আমি না হয় থেকে গেলাম স্পর্শের বাইরে।
ফটোগ্রাফী: তুষার আল আমীন
লেখা: রাজীব দাশ