অন্যান্যখবরএবার গুলিয়াখালী সমুদ্র সৈকতে দেখা মিললো তীব্র বিষধর ‘রাসেল...

এবার গুলিয়াখালী সমুদ্র সৈকতে দেখা মিললো তীব্র বিষধর ‘রাসেল ভাইপার‘ সাপ

-

গতকাল চট্টগ্রামের সীতাকুন্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে রাসেল ভাইপারের দেখা মিলেছে।  পৃথিবীর ৫ম বিষধর সাপ এই রাসেল ভাইপার, আক্রমণে বিশ্বে ১ম ( মতান্তরে দ্বিতীয় )।

রাসেল ভাইপার

অর্থাৎ সামান্য বিরক্ত হলেই এরা নিজে থেকে ছুটে এসে টার্গেট কে আক্রমণ করে। বিষ প্রয়োগে সময় নেয় মাত্র ১/১৬ সেকেন্ড। দাঁত অনেক গভীর এবং সূঁচালো। তেমন কোনো কার্যকরী এন্টিভেনম নেই। মৃত্যুর কারণ – DIC, Thrombosis and necrosis. রক্তকে জমাট বাঁধিয়ে অতি দ্রুত মৃত্যু নিশ্চিত করে এই রাসেল ভাইপার।

রাসেল ভাইপার

আক্রান্ত ক্ষতস্হানে পঁচন ধরে অর্থাৎ muscle necrosis হয়ে যায়। এন্টিভেনম ফেল্যুর হবার মূল কারণ ভাইপারের হিমোটক্সিনের কারণে অতিদ্রুত রক্ত জমাট বেঁধে যাওয়া।

বাংলাদেশে শঙ্খিনী সাপ ( ব্যান্ডেড ক্রেইট )কমে যাওয়া ( মানুষ কর্তৃক নিধন ) রাসেল ভাইপারের প্রাকৃতিক প্রজনন হুহু করে বাড়িয়ে দিয়েছে। শঙ্খিনী সাপের মূল খাদ্যই ছিলো এই রাসেল ভাইপার। বিগত ২৫ বছরে বাংলাদেশে রাসেল ভাইপার একপ্রকার বিলুপ্তই ছিলো বলে ধরা যায়।

বন্যার কারণে উজান থেকে (ভারত) থেকে প্রচুর পরিমাণে রাসেল ভাইপার বাংলাদেশে চলে এসেছে। অন্যান্য সাপ যেখানে সর্বোচ্চ ২০-৩০ টা ডিম পাড়ে, সেখানে রাসেল ভাইপার ডিম তো পাড়েই না – উপরন্তু ৬০-৮০ টা বাচ্চা ফুটায় একসাথে। বিশেষ করে পদ্মা , মেঘনা এবং যমুনার অববাহিকায় , চর এলাকা এখন রাসেল ভাইপারের জন্য উপযুক্ত বংশবৃদ্ধির স্হান বলে প্রতীয়মান হচ্ছে। ট্রাভেলার Adnan Jubaid ভাই নিশ্চিত করলেন – খাগড়াছড়িতেও এই রাসেল ভাইপারকে দেখেছেন তিনি।

রাসেল ভাইপার

যারা চরে, পাহাড়ে ট্রাভেল করেন, আগানে বাগানে ঘুরাঘুরি করতে পছন্দ করেন, তাঁবু টাঙিয়ে ঘুমিয়ে থাকেন যেখানে সেখানে – একটু সাবধানী হয়ে যান প্লিজ।

(ছবি – Al Rakib, গুলিয়াখালী সমুদ্র সৈকত , সীতাকুন্ড থেকে)

পড়ুন: শঙ্খিনী সাপ মারবেন না

Asif Shoikot
Asif Shoikothttps://www.facebook.com/iamasifshuvro
পেশায় বিশেষজ্ঞ চিকিৎসক, নেশায় বোহেমিয়ান/যাযাবর।

Leave a Reply

সর্বশেষ

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি আশপাশে সাভার, ধামরাইয়ের মতো প্রাচীন বনেদী সব জনপদ থাকতে...

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি – হরিকল

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি - হরিকল। ভাল করে বলতে চঞ্চুমোটা হরিকল। ইংরেজি নাম Thick Billed Green Pigeon. বৈজ্ঞানিক নাম...

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা, বান্দরবন

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা বান্দরবন জেলার আলীকদমে অবস্থিত। বেশ দূর্গম পথ , তবে মারাত্মক লেগেছে। ফ্লাশ ফ্লাডে পাহাড়...

আজিজ মাস্টারের বাড়ি

‘মুন্সী’ ‘খাঁ’ টাইটেল যে হিন্দুদেরও হয় তা জানতাম, তবে খুব একটা common  নয়। Afterall ‘মুন্সী’ শব্দটি ফার্সি। হিন্দু মুন্সী পদবীধারীর...

ঝরঝরি ট্রেইল

চট্টগ্রামের সীতাকুণ্ড রেইঞ্জের সবচাইতে বুনো ট্রেইল বলা হয় এই ঝরঝরি ট্রেইলকে। এই ট্রেইলে মোটামুটি দেখবেন জোঁক, বানর, সাপসহ নানা...

পাঠক প্রিয়

error: Content is protected !!