হুমকির মুখে সীতাকুন্ড, মীরসরাই ঝর্না ট্রেইল
লকডাউন কিছুটা শিথিল হবার পরই পর্যটকদের চাপে এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সীগুলোর নিয়ম, নীতি বহির্ভূত কর্মকান্ডে সীতাকুন্ড এবং মিরসরাই ঝরণার ট্রেইলগুলো মারাত্মক হুমকির মুখে পড়েছে।
পর্যটকদের ব্যবহৃত চিপস, প্লাস্টিকের ক্যান, বোতল, খাবারের উচ্ছিষ্ট যত্রতত্র ফেলার দরুণ এসব ট্রেইলের প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। স্হানীয় অধিবাসীরাও আক্ষেপ প্রকাশ করছেন ট্রাভেলারদের এমন বিবেকহীন কর্মকান্ডে।
মীরসরাই সিতাকুন্ডের রায় প্রতিটা ঝর্ণার ট্রেইলই এখন পানিতে টইটম্বুর। এমতাবস্হায় বিভিন্ন ট্রাভেল গ্রুপ গুলো নিয়মনীতির তোয়াক্কা না করে ট্যুর অর্গানাইজ করছে, এবং এসব গ্রুপের অনেক ট্রাভেলাররাই পরিবেশ রক্ষায় সচেষ্ট নন।
এই বিষয়ে ব- দ্বীপ পরিবার যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।
বি:দ্র: বাংলাদেশের প্রকৃতি আপনার আমার সবার। প্রকৃতির প্রতি যত্নবান ইউন।