A place where you will be able to watch the Ocean of the fog
ভাবুন তো,মেইন রোড থেকে জাস্ট ১৫ মিনিটের মতোন হেঁটেই যদি এমনটা দেখতে পাওয়া যায়, এমন বিশাল বড় কুয়াশার সমুদ্র, তবে কেমনটা ফিল পাওয়া যাবে?
অথচ এই সুন্দর জায়গা টা ঢাকা – লামা আলীকদম সড়কের মিরিঞ্জা পাড়া জায়গাতে। জাস্ট মিরিঞ্জা পাড়ায় নেমে হাতের বামে থাকা মাটির রাস্তা ধরে ১৫ মিনিট হাঁটলেই দেখা যাবে এই মুগ্ধকর পরিবেশ।
আমি গিয়েছিলাম ঠিক ৭ টার দিকে।
আপনি যদি ঢাকা – লামা আলীকদমে বাসে আসা কোন যাত্রী হয়ে থাকেন তবে এই ভিউ দেখতে পাওয়ার কথা।
কিন্তু বাস থেকে দেখা আর এমন উন্মুক্ত জায়গা থেকে চোখ জুড়িয়ে তাকিয়ে থাকা দুটি ভিন্ন বিষয়।
জায়গাগুলো কোন টুরিস্ট স্পট না বিধায় এখনো অনেক পরিস্কার পরিচ্ছন্ন।
ঘুরতে গিয়ে এই জায়গার পরিবেশ নষ্ট না করার অনুরোধ করছি।
স্থান – ঢাকা – লামা/ আলীকদম ( হানিফ / শ্যামলী এন আর ট্রাভেলস চলে) – মিরিঞ্জা পাড়া – স্বাগতম লামা পৌরসভা লেখা অমন একটা বিলবোর্ড আছে। ওটার পাশেই থাকা মাটির রাস্তা ধরে এগিয়ে যাওয়া।যেতে যেতে একটা মোবাইল সেলুলার টাওয়ার দেখা যাবে। ওটা পার করে আর ৫ মিনিট হাঁটলেই এই পরিবেশ।
হ্যাপি ট্রাভেলিং। ❤ — at Mirinja, Lama, Bandarban.
সৌজন্যে: Avishek Sharma Pranto