চট্টগ্রামের সীতাকুণ্ড রেইঞ্জের সবচাইতে বুনো ট্রেইল বলা হয় এই ঝরঝরি ট্রেইলকে। এই ট্রেইলে মোটামুটি দেখবেন জোঁক, বানর, সাপসহ নানা প্রাণী। এছাড়া ফলের মৌসুমে এই ট্রেইলে পাবেন আম, কাঁঠাল, জামসহ আরও নানাকিছু।
সীতাকুন্ড এর নিকটবর্তী পন্থিছিলায় এর অবস্থান। এই ঝর্ণাটায় বলা যায় প্রায় সারা বছরই কমবেশি পানি থাকে। তাই একেবারে কাঠফাটা রোদের সিজন বাদ দিয়ে যে কোনো সময় ঘুরে আসতে পারেন। যারা ঝর্নায় ঘুরে আসতে চান তারা এই ঝর্ণাটায় যেতে পারেন। বৃষ্টি কম হলেও পানি পাবেন।
যাওয়ার উপায়ঃ
সীতাকুণ্ড পন্থিছিলা বাজারে নেমে উত্তরপাশে সোজা রোড ধরে হেটে ঝিরি ধরে ১/১.৩০ ঘন্টা হাঁটলেই এই ঝর্ণার দেখা পাবেন। ঝর্ণার উপরে সুন্দর একটা ক্যাসকেট এবং একটা খুম দেখবেন। তার থেকে আরও ঘন্টাখানেক হেঁটে ভেতরে গেলে দেখবেন মূর্তিঝর্ণা এবং মাইনের মার খুম।
যারা চেনেন না তারা স্থানীয় একজন গাইড ২০০/৩০০ টাকা দিয়ে নিয়ে যাওয়া ভাল।
লিখাঃ Shohel Ibrahim
ছবিঃ নিকন ৫৩০০