কাঞ্চনজঙ্ঘা
আমার বাড়ি পঞ্চগড়ে হওয়ার কারণে ছোটবেলা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখেছি। ফজরের পর ভোর বেলা হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে নদীপাড়ে যাওয়া আমার জন্য একটা আবেগের ব্যাপার। এবছর প্রথম গতকাল দেখেছি কাঞ্চনজঙ্ঘা। আজ ভোরে হাটতে বের হলাম নদীর পাড়ে। অপেক্ষা, কখন সূর্যের আলো এসে পড়বে কাঞ্চনজঙ্ঘার চূড়ায়। আমার অপেক্ষা বৃথা যায়নি। সূর্যের আলো এসে ঠিকরে পড়লো কাঞ্চনজঙ্ঘায় আর কাঞ্চনজঙ্ঘা দেখালো তার অতুলনীয় চিরচেনা বিষ্ময়কর রুপ।
ছোট বেলা থেকে এত দেখেছি, তবুও চোখ জুড়ে বুক জুড়ে শুধুই বিষ্ময়! হ্যাঁ, আমি দেখেছি কাঞ্চনজঙ্ঘা’র রুপ আমার বাড়ির উঠোন থেকে! পঞ্চগড় থেকে!
আর হ্যাঁ আমার বাড়ি সরকার পাড়া, ফুলতলা থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট, তেঁতুলিয়া ৬৩ কিলোমিটার দুরে। ওখানে গেলে আরো সুন্দর ও স্পষ্ট ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজ ভোর ৬ টা ২০ মিনিটে ছবিটি তুলেছি। ইনশাআল্লাহ সামনে আরোও ছবি তুলবো আপনাদের দেখানোর জন্য।
CANON EOS 80DC
CANONEFS 55-250MM IS STM
লেখা এবং ফটোক্রেডিট : Abdullah Al Maruf