দামতুয়া ঝর্ণা:
দামতুয়া ঝর্ণা বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। বান্দরবান জেলার দুর্গম জায়গায় যে কয়টি সুন্দর ঝর্ণা আছে তার মধ্যে আকার আকৃতি ও সৌন্দর্য্যের দিক দিয়ে এটি বাংলাদেশের অন্যতম সুন্দর ঝর্ণার মধ্যে একটি। ঝর্ণায় যাওয়ার রাস্তা দুর্গম হওয়ায় তা অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় স্থান হিসাবে জায়গা করে নিয়েছে। দামতুয়া ঝর্ণাটি আরও বেশ কিছু নামে পরিচিত। তার মধ্যে তুক অ ঝর্ণা, লামোনই ও দামতুয়া ঝর্ণা নাম উল্লেখযোগ্য।
তুক’অ দামতুয়া:
তুক মানে ব্যাঙ আর অ-অর্থ ঝিরি, অপরদিকে দাম মানে মাছ আর তুয়া অর্থ যেখানে মাছ উঠতে পারে না। এই সব মিলিয়েই ঝর্নার নাম হয়েছে তুক-অ দামতুয়া। অদ্ভুত বৈশিষ্ট্যময় এই ঝর্না দেখতে আপনাকে আসতে হবে বান্দরবানের আলীকদমে৷
দামতুয়া ঝর্ণায় যেতে হলে প্রথমে আলীকদম – থানচি সড়কের আদুপাড়ার ১৭ কিলোমিটার নামক জায়গায় আসতে হবে।
প্রথমে আলীকদমে এসে আলীকদমের পানবাজার থেকে বাইক ভাড়া করে যেতে হবে আলীকদম-থানচি রাস্তার ১৭ কিলোমিটারের আদুপাড়া নামক জায়গায়। এক বাইকে ২ জন করে বসা যায়৷ বাইক ভাড়া মনে নাই দরদাম করে নিতে হয়৷ আলীকদম থেকে যাত্রা শুরু করে পথে ১০ কিলো নামক জায়গায় যাবার পর সেখানে আর্মি ক্যাম্প আছে। সেখানে সবার ন্যাশনাল আইডি কার্ড ও ফোন নাম্বার দিয়ে নাম এন্ট্রি করে পার্মিশন নিতে হবে। আর মনে রাখতে হবে অবশ্যই সেইদিনই ট্রেকিং শেষ করে বিকেল ৫ টার আগে এই ১০ কিলো আর্মি ক্যাম্পে ফিরে এসে রিপোর্ট করতে হবে।
পার্মিশান নিয়ে বাইকে করে ১৭ কিলোমিটারের আদুপাড়া এসে সেখান থেকে ট্রেকিং শুরু করতে হয়৷ আদুপাড়া থেকে দামতুয়া ঘুরে ফিরে আসতে প্রায় ৬-৭ ঘণ্টার মত লাগে৷ দামতুয়া ঝর্ণায় যাবার জন্যে গাইডের প্রয়োজন হবে।
আদুপাড়া থেকেই সারাদিনের জন্যে গাইড ঠিক করে নেয়া যায় ।সব ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আবার ফিরে আসার জন্যে গাইড ফি হিসবে ১০০০( নির্ধারিত) টাকা দিতে হয়৷
কৃতজ্ঞতা : Rabi Chandrabindu
আরো পড়ুন:
মধুখাইয়া ট্রেইল ও ঝর্ণা, সীতাকুন্ড চট্টগ্রাম