ফটোগ্রাফিক্যামেরাডাহুক উপাখ্যান

ডাহুক উপাখ্যান

-

বর্ষার সময় একটু জলা-জংলা জায়গার আশে-পাশে গম্ভীর একটা পাখির ডাক শুনতে পাবে। ঠিক যেন কোনো রাগী স্কুল টিচার, যিনি মোটেই বাচ্চাদের সঙ্গে কথা বলতে রাজি নন।

অনেকক্ষণ কিছু জিজ্ঞেস করার পর দায়সারা একটা জবাব দিতে চাচ্ছে। তাই ঠিক কোনো অর্থবোধক বাক্য না হয়ে ‘কোয়ক কোয়াক’ জাতীয় একটা শব্দ শোনা যাচ্ছে। যদি কাছে থেকে দেখেন, তবে দেখবেন পাখিটি মোটেও গম্ভীর না। বরং মনের সুখে পানির উপর তিড়িং বিড়িং করে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে।

আমাদের গ্রাম বাংলার মানুষেরা এলাকাভেদে ডাহুককে কেউ ডাইক, কেউবা পানপায়রা আবার কেউ ধলাবুক ডাহুক বলেও ডাকে। কারণ, ডাহুকের শরীরটা কালচে হলেও এর বুক, গলা, পেট একদম ধবধবে সাদা। তার সঙ্গে মিল রাখতে ঠোটটা হলুদ রঙের, ঠোটের উপরে লাল রঙের একটি ছোট্ট দাগও আছে। সব মিলিয়ে ডাহুক খুব সুন্দর একটি পাখি।

আষাঢ়-শ্রাবণ মাসে ডাহুকেরা একবারে ৬-৭টি করে ডিম পারে। ডিমগুলোও দেখতে তাদের মতোই সুন্দর, ফিকে হলুদ বা গোলাপি মেশানো সাদা। বাবা ডাহুক আর মা ডাহুক মিলে পালা করে ডিমে তা দেয়। ডিম ফুটে যখন ছোট্ট ডাহুকগুলো বের হয় তখন পূর্ণবয়স্ক ডাহুকের রঙের মতো না হয়ে শুধু কালো হয়ে থাকে।

ডাহুক আসলে চিরবিরহী একটি পাখি । সঙ্গিহীন হলে ওরা পাগল হয়ে যায় । বাংলাদেশে অনেক প্রতন্ত অঞ্চলে এটাও প্রচলিত আছে ডাহুক কিংবা ডাহুকীদের মধ্যে কেউ একজন শিকারের পরিনত হলে কিংবা মারা গেলে , অন্যজন সেই শোকে নিজেই আত্ম হনন করে । ওরা কখনোই নতুন সঙ্ঘিনীর সাথে সংসার করে না ।

সম্প্রতি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বা আই ইউ সি এন এই প্রজাতিটিকে বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। যদিও বাংলাদেশের বন্য আইনে এ প্রজাতিটিকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। তবুও পাখি শিকারিরা নির্বিচারে এ পাখিকে হত্যা করেই যাচ্ছে। এছাড়াও আমাদের জলাশয়গুলো দূষিত হয়ে যাওয়ার কারণে ডাহুকের বাসভূমিগুলো দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। দূষিত পরিবেশের সঙ্গে লড়াই করে টিকতে না পেরে একদিন হয়ত সত্যিই হারিয়ে যাবে সুন্দর এই পাখি। 

স্থানঃ- নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম।

Rajib Das
Rajib Dashttps://www.facebook.com/rajib.das.71465572
রাত দিনের পার্থক্য বোঝে মানুষ। আমি মানুষ নই। আমি কৃষ্ণ গহব্বর। আলো যেখান অবাস্তব স্বর্গ নরকের গল্প...

Leave a Reply

সর্বশেষ

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি আশপাশে সাভার, ধামরাইয়ের মতো প্রাচীন বনেদী সব জনপদ থাকতে...

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি – হরিকল

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি - হরিকল। ভাল করে বলতে চঞ্চুমোটা হরিকল। ইংরেজি নাম Thick Billed Green Pigeon. বৈজ্ঞানিক নাম...

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা, বান্দরবন

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা বান্দরবন জেলার আলীকদমে অবস্থিত। বেশ দূর্গম পথ , তবে মারাত্মক লেগেছে। ফ্লাশ ফ্লাডে পাহাড়...

আজিজ মাস্টারের বাড়ি

‘মুন্সী’ ‘খাঁ’ টাইটেল যে হিন্দুদেরও হয় তা জানতাম, তবে খুব একটা common  নয়। Afterall ‘মুন্সী’ শব্দটি ফার্সি। হিন্দু মুন্সী পদবীধারীর...

ঝরঝরি ট্রেইল

চট্টগ্রামের সীতাকুণ্ড রেইঞ্জের সবচাইতে বুনো ট্রেইল বলা হয় এই ঝরঝরি ট্রেইলকে। এই ট্রেইলে মোটামুটি দেখবেন জোঁক, বানর, সাপসহ নানা...

পাঠক প্রিয়

error: Content is protected !!