কাঠঠোকরা গাছের গুঁড়ি ও ডালে উঠে কাঠের পোকামাকড় ও গর্তবাসী শুঁয়াপোকা খুঁড়ে খুঁড়ে বেশির ভাগ সময় কাটায়। ছিদ্রকারী কীট ধরার মতো এদের আছে মোটা কাস্তের মতো ঠোঁট, নাসারন্ধ্রের উপর একগুচ্ছ পালক যা নাকে কাঠের গুঁড়া ঢুকতে দেয় না এবং গর্ত থেকে শুঁয়াপোকা টেনে তোলার মতো আগায় কাঁটাযুক্ত একটি লম্বা ও প্রক্ষেপযোগ্য জিহবা।
ভিন্ন স্বভাবের অনেক কাঠঠোকরাও রয়েছে। বাংলাদেশের ২২ প্রজাতির কাঠঠোকরার মধ্যে ২১ প্রজাতি স্থায়ী বাসিন্দা এবং ১ প্রজাতি পরিযায়ী (সারণি)।
এর মধ্যে মাত্র তিনটি প্রজাতির ছবি তোলার সৌভাগ্য হয়েছে আমার ।