৫৫০ বছরের পুরোনো ঐতিহাসিক সুরা মসজিদ, ঘোরাঘাট উপজেলা, দিনাজপুর।
স্থাপত্যশৈলী অনুযায়ী এটি হোসেন শাহী (খ্রি. ষোল শতক) আমলের নিদর্শন। সুরা মসজিদ অনেকে বলেন সুজা মসজিদ। এক গম্বুজবিশিষ্ট বর্গাকার মসজিদটি একটি উঁচু চত্বরের উপর নির্মিত। ইমারতটির বহির্গাত্রে গোলাপ ও অন্যান্য লতাপাতার নকশাখচিত পোড়ামাটির কারুকাজ আছে।
ঘোড়াঘাট হিলি সড়কের ওসমানপুরের কাছেই চরগাজা মৌজায় মসজিদটি অবস্থিত। এই চরগাছাই/চোরগাছায় আছে প্রাচীন কুন্দারনগর। তথ্যানুসারে এখান রয়েছে বেশ কিছ প্রাচীন দিঘি। ধারণা করা হয় কুন্দারনগর নগরীটি সম্ভবত গুপ্তযুগের অর্থাৎ প্রায় দেড় হাজার বছর আগেকার । বলা হয়ে থাকে কুন্দারনপুর ছিলো গ্রীক ইতিহাসে বর্ণিত পেন্টাপলিস বা পঞ্চনগরীর একটি।
**ভ্রমন হোক পরিস্কার পরিচ্ছন্ন। যেখানে সেখানে ময়লা ফেলবেন না।**
লিখা ও ছবি: শহীদ আহমেদ রিমন