সাতলা, উজিরপুর, বরিশাল
শাপলা গ্রাম, “সাতলা” এক শাপলার রাজ্য। বরিশাল সদর থেকে সাতলা গ্রামের দূরত্ব ৬০ কিলোমিটার। বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের বিলগুলো স্থানীয়দের কাছে শাপলার বিল নামে পরিচিত।
এখানে কবে থেকে শাপলা চাষ শুরু হয়েছে এ তথ্য পাওয়া না গেলেও জানা যায় এখানে লাল, সাদা আর বেগুনি এই তিন ধরণের শাপলা জন্মে। তবে লাল শাপলা সবচেয়ে বেশি দেখা যায়।
শাপলা গ্রাম সাতলার প্রায় ১০ হাজার একর জলাভুমিতে শাপলার চাষ করা হয়। এই গ্রামের প্রায় ৭০% অধিবাসীই শাপলা চাষ এবং শাপলা বিপণনের সাথে যুক্ত। শাপলা গ্রাম সাতলা থেকেই সারা দেশের বিভিন্ন জায়গায় শাপলা ফুল সরবরাহ করা হয়। শাপলার ছবি তোলার জন্য ফটোগ্রাফারদের কাছে সাতলা একটি আদর্শ জায়গা।
শাপলা গ্রাম সাতলা কখন যাবেনঃ
সাধারণত আগস্টের শুরু থেকে অক্টোবর পর্যন্ত শাপলার মৌসুম।এই ৩ মাস এখানে শাপলা ফুটে। বছরের এই মাসগুলোতে শাপলা গ্রাম সাতলা গেলে হাজারো শাপলা দেখতে পাবেন। আর শাপলা দেখতে হলে অবশ্যই খুব সকালে যেতে হবে কারণ বেলা গড়ানোর সাথে সাথে শাপলা ফুল বুজে যায় কিংবা ব্যবসায়ীরা ফুল বাজারে বিক্রি করতে নিয়ে যায়। তাই সবচেয়ে ভালো হয় এক রাত গ্রামে থেকে ভোরে শাপলা বিলে চলে গেলে।
©Shafiul Islam Razu