পরিচিতিঝরঝরি ট্রেইল

ঝরঝরি ট্রেইল

-

চট্টগ্রামের সীতাকুণ্ড রেইঞ্জের সবচাইতে বুনো ট্রেইল বলা হয় এই ঝরঝরি ট্রেইলকে। এই ট্রেইলে মোটামুটি দেখবেন জোঁক, বানর, সাপসহ নানা প্রাণী। এছাড়া ফলের মৌসুমে এই ট্রেইলে পাবেন আম, কাঁঠাল, জামসহ আরও নানাকিছু।

সীতাকুন্ড এর নিকটবর্তী পন্থিছিলায় এর অবস্থান। এই ঝর্ণাটায় বলা যায় প্রায় সারা বছরই কমবেশি পানি থাকে। তাই একেবারে কাঠফাটা রোদের সিজন বাদ দিয়ে যে কোনো সময় ঘুরে আসতে পারেন। যারা ঝর্নায় ঘুরে আসতে চান তারা এই ঝর্ণাটায় যেতে পারেন। বৃষ্টি কম হলেও পানি পাবেন।

যাওয়ার উপায়ঃ

সীতাকুণ্ড পন্থিছিলা বাজারে নেমে উত্তরপাশে সোজা রোড ধরে হেটে ঝিরি ধরে ১/.৩০ ঘন্টা হাঁটলেই এই ঝর্ণার দেখা পাবেন। ঝর্ণার উপরে সুন্দর একটা ক্যাসকেট এবং একটা খুম দেখবেন। তার থেকে আরও ঘন্টাখানেক হেঁটে ভেতরে গেলে দেখবেন মূর্তিঝর্ণা এবং মাইনের মার খুম।

যারা চেনেন না তারা স্থানীয় একজন গাইড ২০০/৩০০ টাকা দিয়ে নিয়ে যাওয়া ভাল।

লিখাঃ Shohel Ibrahim

ছবিঃ নিকন ৫৩০০

ব-দ্বীপ
ব-দ্বীপ
শুধুমাত্র আমাদের প্রাণপ্রিয় বাংলাদশের জল, স্হল, জনপদ আর প্রকৃতিকে উপস্হাপন করাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।

Leave a Reply

সর্বশেষ

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি আশপাশে সাভার, ধামরাইয়ের মতো প্রাচীন বনেদী সব জনপদ থাকতে...

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি – হরিকল

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি - হরিকল। ভাল করে বলতে চঞ্চুমোটা হরিকল। ইংরেজি নাম Thick Billed Green Pigeon. বৈজ্ঞানিক নাম...

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা, বান্দরবন

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা বান্দরবন জেলার আলীকদমে অবস্থিত। বেশ দূর্গম পথ , তবে মারাত্মক লেগেছে। ফ্লাশ ফ্লাডে পাহাড়...

আজিজ মাস্টারের বাড়ি

‘মুন্সী’ ‘খাঁ’ টাইটেল যে হিন্দুদেরও হয় তা জানতাম, তবে খুব একটা common  নয়। Afterall ‘মুন্সী’ শব্দটি ফার্সি। হিন্দু মুন্সী পদবীধারীর...

হুগিমন পাহাড়

গতকাল রাত থেকেই মাথায় শুধু এই নামটাই ঘুরছে। ঘুরবেনাই বা কেনো ? এমন চাঁদ রাতেই ব্যাগ নিয়ে বেড়িয়ে পড়েছিলাম...

পাঠক প্রিয়

error: Content is protected !!