হিজলতলী গ্রাম, বোর্ড বাজার, গাজীপুর থেকে।
১। আজমেরী গ্লোরি বাসে করে কোনাবাড়ি পার করে মৌচাক বাস স্ট্যান্ড। ভাড়া ২৫ টাকা।
২। রাস্তা পার করে বাজারের ভিতর দিয়ে ঐপারের রাস্তায় গিয়ে ছয় ছিটের ব্যাটারি গাড়িতে করে জামালপুর চৌরাস্তা। ভাড়া ২৫ টাকা।
৩। জামালপুর চৌরাস্তা থেকে আবার ব্যাটারি গাড়ি করে হিজলতলী বাজার পার করে হিজলতলী খাল। ভাড়া ২০ টাকা।
৪। হিজলতলী খালের পাড়েই হিজল বাগান। যায়গাটা নৈসর্গিক এবং কোলাহল মুক্ত। ভালো লাগার মতো।
সময়ঃ
যেতে আসতে ঘন্টা দুই সময় লাগে। এর সাথে যোগ হবে আপনি স্পটে যতটা সময় কাটাতে চান তা।
সুবিধা/অসুবিধাঃ
কোন সুবিধা নেই, তবে আছে অনেক অসুবিধা।
১। প্রত্যন্ত এলাকা। তাই বিকেল ৩/৪ টার মধ্যে ফিরে আসতে পারবেন এমন প্ল্যান করে যাবেন। যাদের অনেক ছবি তোলার প্ল্যান তারা ব্যাটারি গাড়ি রিজার্ভ করে যেতে পারেন তাহলে আসা যাওয়ার পথের সুন্দর সুন্দর বনগুলোতে ছবি তুলতে পারবেন৷
২। মেয়েদের নিয়ে না যাওয়াই মঙ্গল। অনেকটা ভিতরে কাঁদামাটির রাস্তা পার করে যেতে হয়। অনেক লম্বা কয়েকটা শাল বন পার করতে হয়। যার অনেক যায়গাই পুরা জনমানবহীন।
৩। বাইকারদের জন্য ট্রাভেলটা আরামের তবে অবশ্যই দুজন অথবা তিনজন যাবেন। শুকনো মৌসুমে যেতে হবে তা না হলে বাইকের চাকা কাদার মধ্যে ফাসা খুবই স্বাভাবিক ব্যাপার।
৪। যায়গাটা মৌচাক থেকে অনেক ভিতরে। অবশ্যই বিকেল ৩/৪টার মধ্যে ব্যাক করতে পারবেন এমন প্ল্যান করে যাবেন। প্রাইভেট কার নিয়ে কেউ কখনও যাওয়ার কথা চিন্তা করবেন না। গাড়ি ঢুকবে না। এবং কাদামাটির মধ্যে একবার চাকা ঢুকে গেলে আর বের করে আনার লোকও পাবেন না।
আশা করছি ট্যুরিস্ট বাড়লে রাস্তা দ্রুত ঠিক হয়ে যাবে। ভূলেও কেউ বৃষ্টির মধ্যে যাবেন না।
লিখেছেনঃ Tonmoy Chowdhury