আমরা বহুবর্ষী, শতবর্ষী নানা গাছ দেখেছি- কিন্তু চিন্তা করুন তো একটি ব্রিজের বয়স কত হতে পারে? আমাদের দেশেই আছে দ্বিতীয় বৃহত্তর রেল ব্রিজঃ হার্ডিঞ্জ ব্রিজ! বয়সঃ প্রায় ১০৭ বছর! ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় একবার ক্ষতিসাধন হয়েছিলো। এখনো সম্পূর্ণ স্টিলের তৈরী ব্রিজটি বহাল তবিয়তেই আছে। ডিজাইনারঃ এ. এম. রেন্ডেল। কাজ সম্পন্ন হয়ঃ ১৯১২ সালে। রেল চলাচলের শুরুঃ ১৯১৫ সালে।
পদ্মা নদীর উপরে অবস্থিত ব্রিজটির একপাশে ভেড়ামারা, কুষ্টিয়া রেল স্টেশন অন্যপাশে পাকশী, ঈশ্বরদী রেল স্টেশন।
স্বচক্ষে দেখতে ঘুরে আস্তে পারেন পাকশী থেকে। একসাথে আসেপাশে লালন শাহ সেতু, পাকশী চিনির মিল ইত্যাদি দেখতে পারেন। আর আমার একটি ব্যক্তিগত অবজারভেশন- পাকশীর সাথে ভৈরবের অদ্ভুত মিল রয়েছে। দু’টি রেলসেতুর আগের জায়গাটি প্রায় একই মনে হয়েছে আমার!
ছবিতে হার্ডিঞ্জ ব্রিজ এবং পাকশির আশেপাশের কিছু ছবি দেয়ার চেষ্টা করলাম, ২০০৯ সালে তোলা ছবি (©ahemon Photography)।
লেখা : এমদাদুল হক