‘নিষিদ্ধ সম্পাদকীয়’* কবিতার ‘যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়ের’ মতো হাওরে যাওয়ার বোধ হয় এখনই শ্রেষ্ঠ সময়।
‘এখনই’ কারণ টান ধরেছে পানিতে।
বেশীদিন থাকবে না।
তবে পানি আছে এখনো।
ঢেউ বিহীন শান্ত স্নিগ্ধ পানি।
এই কবিতারই একটা স্তবক আছে,
“যদি কেউ ভালোবেসে খুনী হতে চান
তাই হয়ে যান
উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় । ”
দরকার কি ভালোবাসাবাসি খুনোখুনী করার?
তার চাইতে বলা যায়,
‘যদি কেউ উদ্বেগ উৎকণ্ঠা ভুলে যেতে চান
নৌকা নিয়ে হাওরে চলে যান
উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় । ‘
তবে খেয়াল রাখলে ভালো, এমন বাঁশের চটির ছাদের নৌকা হলে ভেতরে উপরে পা ছড়িয়ে বসে আরাম।
নাই বা পেলেন ইঞ্জিন ছাড়া নৌকা।
আরো ভালো হয় সরাসরি গাড়ি নিয়ে নৌকা ঘাটে না গেলে।
একটু গাড়ি, একটু রিকশা, একটু পায়ে হাঁটা।
বাজারের দোকানের বেঞ্চটিতে বসে এক কাপ চা খাওয়া।
আর নৌকায় বসে সেরা সব খাবার খেতে হবে, এমন সব চিন্তা মাথায় না আনা।
আপনি যাচ্ছেন হাওর দেখতে, দরকার নাই গান বাজনা, খাওয়া দাওয়ার।
কখন কোন দিকে থেকে সন্ধ্যা নেমে পড়বে দিন গড়িয়ে, মনেও আসবে না খাওয়ার কথা।
সকাল দশ ঘটিকায় নৌকায় উঠার পর তাহিরপুরের টেকেরঘাটে যেয়ে আমাদের পেটে পড়েছে শুধু জনপ্রতি একটা করে ডাব।
এই খালি পেটেই ইচ্ছেমতো সাঁতার কেটেছি পিয়াইন নদীতে।
বিশ্বাস করা না করা আপনাদের মর্জি।
*শ্রদ্ধার সাথে আন্তরিকভাবে দ্রুত সুস্থতা কামনা করছি প্রিয় কবি কবি হেলাল হাফিজের।
ছবি তোলার তারিখ ও স্থান:
লিখাঃ তপন রায়