• ঐতিহাসিক স্থান
  • পরিচিতি
  • সব পোস্ট
অন্যান্য বড় কাটারার নীরব কান্না

বড় কাটারার নীরব কান্না

-

আমলটা ছিলো মোগল নির্মান আমলের স্বর্ণযুগ। এর আগে নির্মান হয়েছে তাজমহল, Akbar Tomb, Humayun Tomb, দিল্লী জামে মসজিদের মতো স্থাপনা।

সেই আমলে বুড়িগঙ্গার তীরের নির্মিত ঢাকার বড়কাটরা-‘র গায়ে সাহস করে উৎকীর্ণ করা হয়েছিলো –

“এর রূপের কাছে বেহেশতের সৌন্দর্যও ম্লান হয়ে যায়। এবং বেহেশতি সুখের পুর্ণ সুখ এখানে আস্বাদন করা যায়।”

এটির নির্মান হয়েছিলো শাহজাহান তনয় শাহ সুজার নির্দেশে তাঁর প্রাসাদ হিসাবে ।

Akbar Tomb, Humayun Tomb দেখার জন্য কবে থেকেই আমি হিসাব করছি মনে মনে! হয়ে উঠছে না। সেই সময়েই ভেঙ্গে গুড়িয়ে দেয়া হলো শাহ সুজার সখের সেই ‘স্বর্গ’ বড়কাটরা।

শাহ সুজা ছিলেন বাংলার সুবেদার (১৬৩৯-১৬৬০)। বড়কাটরার স্থপতি ছিলেন শাহ সুজার মীর-ই-ইমারত (Chief Architect) মীর মোহাম্মদ আবুল হাশেম সামদানী। শাহ সুজার থাকা হয়নি এই প্রাসাদে। তিনি থাকতেন নীমতলি কুঠিতে।

বড়কাটরা-কে পরে করা হয় মুসাফিরখানা। তবে পরে মীরজুমলার বাসস্থান ছিলো এটি। শায়েস্তা খাঁ, মীর জুমলার দরবারও বসেছে এই সৌধে। পলাশীর পতনের পর সুবেদার জেসারত খাঁও ছিলেন কিছুদিন বড়কাটরাতে।

অবশ্য এর জৌলুস শেষ হয়ে গেছে অনেক আগেই, যখন রাজধানী সরে যায় ঢাকা থেকে মুর্শিদাবাদ। ইস্ট ইন্ডিয়া কোম্পানী দেওয়ানী শাসনভার গ্রহন করলে জেসারত খাঁ ১৭৬৫ সালে উঠে আসেন নীমতলি কুঠিতে।

এর পর পুরোই পরিত্যক্ত হয় বড়কাটরা। নীমতলি কুঠির অবস্থান পড়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, পড়ে এশিয়াটিক সোসাইটি চত্বরে। তাই সাহস করে নি ভেঙ্গে শপিং মল করতে। নইলে সেটিও থাকতো না। সেটিকে রিস্টোর করা হয়েছে তিন-চার বছর আগে।

কিন্তু বড় কাটরা সেই পুরোনো ঢাকায়। তেমন কারো যাওয়াও পড়ে না নুতন ঢাকা হতে। ইংরেজ আমলেও চোখে পড়তো বুড়ি গঙ্গা থেকে। গাছগাছালিতে ঢাকা পড়েছিলো, তবে আকৃতি বুঝা যেতো।

ক্রমে এর চতুর্দিক ঘিরে একে একে নির্মান হয় কুৎসিত কদাকার সব দালান। ভাঙ্গার বছর দুই আগে আমি যখন শেষ দেখলাম, তখনতো একাংশও দেখা যেতো না। ছবি তোলার জন্য ফোকাস করতে হয়েছে আশপাশের সব দালানের ‘চিপা-চাপা’ দিয়ে।

বড় কাটারার নীরব কান্না

মাদ্রাসা একটি আছে শাহ সুজার সখের সেই প্রাসাদে। সেও দেশভাগের আগে থেকে, ১৯৩১ সাল থেকে। কওমী মাদ্রাসা, জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসা। অতীত স্বর্গের নাম নিশানার কিছুই অবশিষ্ট নেই! বরং রীতিমতো কুৎসিত সব মিলিয়ে।

তারপরও একসময়তো স্বর্গ ছিলো। কল্পনায় ভেবে নিতে অসুবিধা কি ? Lucky আমি। যেটুক ছিলো, সেটুকুতো দেখেছি।

আজ গেলেতো তাও দেখতে পাবো না। অগত্যা দিল্লী আগ্রাই যেতে হবে, নান্দনিক সব মোগল স্থাপনা দেখতে, এদিকে শাহ সুজার সেই বেহেশত যখন ভাঙ্গা হচ্ছে, দেশপ্রেমীরা সব বুক চাপড়াচ্ছে প্রয়াত বৃটিশ রাণীর জীবদ্দশায় করা ‘লুটপাট’ নিয়ে।

তারা অপেক্ষায় আছে সেখানে শপিং মল হবে, মোগলাই খানার রেস্তোরাঁ হবে, টেবিলে মোগলাই খানার ছবি নিয়ে পোস্ট দিবে ফেস বুকে।

লেখা ও ছবি : Tapan Roy

ব-দ্বীপ
শুধুমাত্র আমাদের প্রাণপ্রিয় বাংলাদশের জল, স্হল, জনপদ আর প্রকৃতিকে উপস্হাপন করাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।

Leave a Reply

সর্বশেষ

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি আশপাশে সাভার, ধামরাইয়ের মতো প্রাচীন বনেদী সব জনপদ থাকতে...

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি – হরিকল

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি - হরিকল। ভাল করে বলতে চঞ্চুমোটা হরিকল। ইংরেজি নাম Thick Billed Green Pigeon. বৈজ্ঞানিক নাম...

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা, বান্দরবন

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা বান্দরবন জেলার আলীকদমে অবস্থিত। বেশ দূর্গম পথ , তবে মারাত্মক লেগেছে। ফ্লাশ ফ্লাডে পাহাড়...

আজিজ মাস্টারের বাড়ি

‘মুন্সী’ ‘খাঁ’ টাইটেল যে হিন্দুদেরও হয় তা জানতাম, তবে খুব একটা common  নয়। Afterall ‘মুন্সী’ শব্দটি ফার্সি। হিন্দু মুন্সী পদবীধারীর...

ঝরঝরি ট্রেইল

চট্টগ্রামের সীতাকুণ্ড রেইঞ্জের সবচাইতে বুনো ট্রেইল বলা হয় এই ঝরঝরি ট্রেইলকে। এই ট্রেইলে মোটামুটি দেখবেন জোঁক, বানর, সাপসহ নানা...

পাঠক প্রিয়

চর কুকরী মুকরি, ঢাল চর, চর মনতাজ ভ্রমণ

চর কুকরী মুকরি, ঢাল চর, চর মনতাজ ভ্রমণ অল্প খরচেই আপনি ঘুরে আসতে পারেন বাংলাদেশের দক্ষিনের নদী ও সাগর বেষ্টিত ভোলার চরফ্যাশন উপজেলায়। হাতে ১...

এবার গুলিয়াখালী সমুদ্র সৈকতে দেখা মিললো তীব্র বিষধর ‘রাসেল ভাইপার‘ সাপ

গতকাল চট্টগ্রামের সীতাকুন্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে রাসেল ভাইপারের দেখা মিলেছে।  পৃথিবীর ৫ম বিষধর সাপ এই রাসেল ভাইপার, আক্রমণে বিশ্বে ১ম ( মতান্তরে দ্বিতীয় )। অর্থাৎ...

মধুখাইয়া ট্রেইল ও ঝর্ণা, সীতাকুন্ড চট্টগ্রাম

২০১৭ সালের সেপ্টেমর মাস,কুরবানী ঈদের জাস্ট পরের দিন অপু নজরুল ভাইয়ের ফোন। আড়মোড়া ভেঙ্গে উঠলাম! ফোনে অপু ভাই বললো - ‘আসিফ ভাই! চলেন মধুখাইয়া...

কালচিতি / কালাচিতি / কালাচ / common krait

কালচিতি / কালাচিতি / কালাচ / common krait : একে বলা হয় রহস্যময় সাপ। ফনাহীন মারাত্মক বিষধর এই সাপে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মানুষ...

ভ্রমণ ডায়েরির পাতা থেকে, সাইংপ্রা: পর্ব – ২

সাইংপ্রা (২য় পর্ব) ভ্রমণ_ডায়েরির_পাতা_থেকে (৬ অক্টোবর,২০১৮) ভ্রমণ ডায়েরির পাতা থেকে, সাইংপ্রা (১ম পর্ব) আমার মাথার ঠিক পিছনেই মুটামুটি বড়সড় একটা চারকোণা জানালা কাটা আছে! একজনের স্লিপিং ব্যাগ সিংগেল...
error: Content is protected !!