ফ্লায়িং শটগুলো তোলার মধ্যে কোথায় যেন একটা বাড়তি প্রশান্তি আছে।
যদিও একটু কঠিন মনে হয় আমার কাছে। বিশেষ করে আপনার ক্যামেরা আর লেন্স যদি দ্রুত না হয় তবে কপাল পুড়ছে আপনার।
সবার মতামত কি হবে জানি না আমার কাছে পাখি কিংবা অন্য কোন কিছুর চাইতে প্রজাপতির ফ্লায়িং ছবিই বেশী কঠিন মনে হয়েছে। একে তো ওরা সাইজের ছোট তার উপড় কখন কোন দিকে উড়াল দেয় তার নাই ঠিক।
বিটলা একটা। এই বিটলা প্রানীটা এতটায় সুন্দর যে এর ছবি তোলার লোভ কখনো ফুরাবে না ❤️❤️…