যাবে বন্ধু
Asif Soikot ( আসিফ শুভ্র )
হে কাব্যপ্রেমিক!
তোমায় নিয়ে যাব এক নিষিদ্ধ নগরে,
যেখানে বিদূষক বামন চাঁদ হাসেনা – তাচ্ছিল্যের হাসি;
এ মৃত নগরের চিমনির মত নেই বাষ্পীভূত ঘৃণা –
শুধুই ভালবাসা বাসি!হয়না সেখানে গৃহপালিত বুদ্ধিজীবীদের –
খচ্চর দার্শনিক কথোপকথন!
কুয়াশার ঘন আস্তরণ চিরে –
হিমাদ্রী শিখরে উড়ে চিরন্তন সত্যের কেতন।হে বিপ্লবী!
তোমার করতলে জমা ঘেমোচ্যাটচেটে আস্তর –
সেখানে রূপান্তরিত এক মেহেদী রাঙা হাত!
নেই পথশিশুর মায়াবী ক্ষুধার্ত চাহনি,
মৌ মৌ গন্ধ ছড়ায় সদ্য হাঁড়ি ফাটা – গরম ভাত।হে যাযাবর!
নষ্ট এ পৃথিবী নেক তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি,
বাজাক যুদ্ধের দামামা;
চল আমরা চলে যাই সেই নগরে!
করি উণ্মাদীয় কাব্যিক হাঙ্গামা।দেখতে চাইনা আর – শিশুতোষ হাসি, লেপ্টানো বাসি ভাতে;
লিখতে চাইনা নপুংশক বিপ্লবী কবিতা –
কোনো নিষিদ্ধ চন্দ্রাঘাতে!……….. যাবে বন্ধু ? ………….
Asif Soikot ( আসিফ শুভ্র )