হয়তো এভাবেই
তাজরীনা সোহেলী
হয়তো এভাবেই কেটে যাবে অনেকটা সময়,
দিন, মাস অথবা বছর…
হয়তোবা এক সময় অপেক্ষারাও ছুটি চাইবে–
অব্যক্ত কষ্টগুলো ক্রমেই ভারী হয়ে উঠবে।
তখন তুমি খুঁজোনা আমায়!এখন তোমার ব্যস্ততা আর আমার অবসর,
ব্যস্ত সময় গুনতে গিয়ে দেখবে সবই পর।
মিছেমিছি ছুটছো তুমি কোন পথে তা জানো–
আমার জন্য হয়নি সময়,
এটাই তখন মেনো।এক একটা দিন যায় কেমনে কত অসহায়
খুঁজে ফিরবে তখন শুধু হারিয়ে যাওয়া আমায়,
হন্যে হয়ে আসবে ছুটে হয়ে গেলে শূন্য,
সময়গুলো খুঁজবে তুমি পাবে স্মৃতিচিহ্ন!