এই বর্ষায় তোমার অপেক্ষায়
তাজরীনা সোহেলী
এই বর্ষার শেষ বিকেলে সময় করে এসো-
এক জনমের জমানো ব্যথার সুর তুলেছি মনে,
তুমি এলে তার হিসেব নিয়ে বসবো-
মেলাবো সুর-তাল-লয়…!বর্ষার এই শেষ বিকেলটায় তুমি এসো,
অতীত স্মৃতিগুলোয় ধুলো পড়ে আছে-
তোমার দেখা যদি এতটুকুও পাই,
ধুলো বালি ঝেড়ে মুছে সাজিয়ে নেবো নতুন করে।এবারের বর্ষার শেষ বিকেলটায়-
আমি তোমার অপেক্ষায় থাকবো।
তুমি বলে গিয়েছিলে -যদি ফিরে আসি,
তোমায় নিয়ে যাবো সোনালী রোদ ঝরা সকালে যেখানে-
ভালোবাসারা প্রকৃতির সাথে খেলা করে।আমি এই বর্ষায় অপেক্ষায় আছি
একগুচ্ছ কদম নয়–
এক মুঠো লাল রঙের কাঁচের চুড়ির-
তোমার হাতে পড়বো বলে,
আজো ভেঙে যাওয়া চুড়িগুলো খুলে ফেলিনি।আমি অপেক্ষায় আছি–
এই বর্ষার শেষ বিকেলে তুমি ঠিকই আসবে,দেখবে–
সাজানো একটা সুখের স্বপ্ন বুনতে বুনতে,
ক্লান্ত শরীরটা ঠান্ডা হয়ে পড়ে আছে…!