——একটা ডাক বাক্স ——-
তাজরীনা সোহেলী
বুকের ভেতর ডাক বাক্সে জমা পড়ে আছে অনেকগুলো চিঠি…….
অসংখ্য অনুভূতি বাসা বেধেছে সেই চিঠিগুলোয়।
কখনো কালো, কখনো ধুসর
আবার কখনো রক্তাক্ত লাল সে রঙ।চিঠিগুলো দিন দিন ফ্যাকাসে হয়ে যাচ্ছে
রঙ হারাচ্ছে প্রতিনিয়ত
অথবা যথার্থ মূল্যায়নের অভাবে আজ তারা নির্বাক।ডাকবাক্সের সেই চিঠি প্রাপকের হাতে পৌছেনি আজও
হয়তো পৌছাবেও না কোনও দিন….
অথবা চিঠিরা খুঁজে পায়নি ঠিকানা।বুকের ডাকবাক্সে পৌছানোর মতো মন
এখনো খুজে পাওয়া হয়ে ওঠেনি, অথবা—
চিঠি পড়ার মতো ধৈর্য্য হয়তো কারো মাঝে নেই।এখন মানুষেরা আবেগহীন,অনুভূতিহীন দৈহিক আকারে সৃষ্টি….
আবার বলার ভাষা অথবা
বোঝার ভাষাগুলো হয়তো বদলে গেছে সময়ের সাথে সাথে।তাই নোনাজলে লেখা চিঠির সঠিক মূল্যায়ন আদৌ হবে কিনা প্রশ্নটা না হয় রেখেই দিলাম…!!!