প্রতিক্ষা
রাজীব দাশ
বেলীফুলের গন্ধ ফুরিয়ে আসছে,
স্নিগ্ধ লাল গোলাপে কালচে স্তর পড়তে শুরু করেছে,
তবুও তুমি …তুমি আসবে বলে
জারুল গাছটা বাতাসে গন্ধ ছড়াচ্ছে,
বুনোফুল গুলো হাসতে গিয়েও হাসেনি,
বিকালের রোদ ক্লান্ত অন্ধকারে মুখ লুকোয়নি,
তবুও তুমি এলে না,
চেয়ারটা খালিই পড়ে আছে…ফটোগ্রাফী : Tusar Al Amin
লেখা : রাজীব দাশ