পূর্ণতা
লিখেছেন: রাজীব দাস
পায়ে হাঁটা পথে সূর্য নেমেছিল আজ। স্বপ্নবাজ যুগলদলের মিছিল নেমেছিল ওখানে। সূর্যের উত্তাপে স্বপ্নের পূর্ণতা চেয়েছিল ওরা। আমিও ছিলাম জীবিতদের দলে ; পূর্ণতা চাইনি। ওটা অসমাপ্তই থাক। শুধু স্পর্শ খুঁজেছিলাম। হাতের স্পর্শের লালসা নেই, মনের স্পর্শের সাধ চাই।শুধু একবার ছুঁয়ে দেখ মন দিয়ে। ভালোবাসার উষ্ণতা যেখানে যৌনতার সহজ সুখ নয়; বেহিসেবি পাগলামো এক।
তুমি ছুঁয়ে দিলে রোজ হেসে উঠব আমি। সূর্যাস্তের রক্তিম আলোয় রোজ একবার করে প্রেমে পরব তোমার। মধ্যরাতে ক্লান্ত অন্ধকারে তোমার স্পর্শে রোজ বলব ভালোবাসি। আকাশে বিজলী চমকাতে দেখলে মুচকি হেসে দুজনে জন্ম দিব অসংখ্য বৃষ্টি ভেজার গল্প। রংচটা আধুনিকতার ভীরে কোন মানে হয় এসব পাগলামোর বল??। ভেবে দেখ আছে হয়ত……
হরমোনের বিষক্রিয়ায় প্রতিনিয়ত প্রেম হয়ে অপমানিত হয় ভালোবাসা; রক্তাক্ত হয় নরম বিছানায়। রোজ কেউ না কেউ মিথ্যে করে বলে ভালোবাসি। এসব মেকি ভালোবাসার ভীড়ে কি করে বুঝবে আমার চোখের চঞ্চলতায় কতটা আবেগ জমানো আছে তোমার জন্যে??।
কি করে বুঝবে আমার অসমাপ্ত স্বপ্নরা কতদিন অপেক্ষায় ছিল একসাথে পূর্ণ হব বলে। একসাথে দুজন বুড়ো হব বলে। শুধু এতটুকু স্পর্শ দাও আমায়। কথা দিলাম তোমায় পূর্ণতা দিব আমি। ভালোবাসার পূর্ণতা।