——-আমার ইচ্ছেগুলো—–
তাজরীনা সোহেলী
এই শহরের তপ্ত রোদে আমি একদিন ধুলিমাখা ঝড় হবো।
দিগ্বিদিক ছুটে ছুটে উড়িয়ে নেবো সব জঞ্জাল।আমি একটা আকাশ হবো,
যার বিশালতার কাছে মানুষের মানষিকতা হবে মূল্যহীন।
আমি সেই আকাশে এক চিলতে মেঘ পাঠাবো শুধু তোমার খোঁজে।
পৃথিবীর সমস্ত কলুষতাকে উপড়ে ফেলবো দু’জন মিলে।আমি একটা পাহাড় হবো–
সাদা কালো মেঘগুলো আমার গাঁ ঘেষে যাবার সময়,
আমি তাদের উদার হওয়ার শিক্ষা দিবো।আমি একটা বিশাল সাগর হবো–
যতটুকু পানিতে পা ভিজে সেটা বাদ দিয়ে-
যতটুকু পানিতে মনের ময়লা ধুয়ে যেতে পারে,
আমি সেই জল হবো,
শুদ্ধ করবো সব জঞ্জাল, কলুষতা, অহংকার।আমি একটি মেঠো পথ হবো–
সেই পথের বাঁকে বাঁকে থাকবে সরলতা, ভালোবাসা, বিশ্বাস আর ভরসা।আমি একজন মানুষ হবো–
শুধু দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটি মুখের অবয়বের মানুষ যাকে বলে তা না-আমি হবো বিবেকে জাগ্রত, অহংকারহীন, ভালোবাসার মূর্ত প্রতীক।
আমি সেই মানুষ হবো-
যার থাকবেনা লোভ, লালসা, থাকবেনা ছিনিয়ে নেয়ার অভ্যাস।
শুধু থাকবে একটি সুন্দর বিবেক, আর বিশ্বাস।
যার অন্তরে থাকবে অশেষ ভালোবাসা শুধু সরল মানুষগুলোর জন্য।