------একটা ডাক বাক্স -------
তাজরীনা সোহেলী
বুকের ভেতর ডাক বাক্সে জমা পড়ে আছে অনেকগুলো চিঠি.......
অসংখ্য অনুভূতি বাসা বেধেছে সেই চিঠিগুলোয়।
কখনো কালো, কখনো ধুসর
আবার কখনো রক্তাক্ত লাল...
এই বর্ষায় তোমার অপেক্ষায়
তাজরীনা সোহেলী
এই বর্ষার শেষ বিকেলে সময় করে এসো-
এক জনমের জমানো ব্যথার সুর তুলেছি মনে,
তুমি এলে তার হিসেব নিয়ে বসবো-
মেলাবো সুর-তাল-লয়...!
বর্ষার এই...
-------আমার ইচ্ছেগুলো-----
তাজরীনা সোহেলী
এই শহরের তপ্ত রোদে আমি একদিন ধুলিমাখা ঝড় হবো।
দিগ্বিদিক ছুটে ছুটে উড়িয়ে নেবো সব জঞ্জাল।
আমি একটা আকাশ হবো,
যার বিশালতার কাছে মানুষের মানষিকতা...