চর কুকরী মুকরি, ঢাল চর, চর মনতাজ ভ্রমণ
অল্প খরচেই আপনি ঘুরে আসতে পারেন বাংলাদেশের দক্ষিনের নদী ও সাগর বেষ্টিত ভোলার চরফ্যাশন উপজেলায়। হাতে ১ দিনের বেশি সময় থাকলে ঘুরে আসতে পারেন মনপুরা, চর কুকরি মুকরি, ঢালচর, চর মনতাজ। বাংলাদেশের উপকূলের অপার সৌন্দর্য্য উপভোগের পাশাপাশি সকল ক্লান্তি ও অবসাদ দূর হয়ে যাবে মুহূর্তেই।
আপনি বেতুয়া ঘাট থেকে মনপুরা, কচ্ছপিয়া ঘাট থেকে চর কুকরী মুকরী, ঢালচর, চর মনতাজ যাওয়ার ট্রলার পাবেন।
কিভাবে যাবেন:
ঢাকা সদরঘাট থেকে বেতুয়ার লঞ্চ ছাড়ে। আবার একই সময়ে বেতুয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।
লঞ্চের নাম:
ফারহান ৫-৬, তাসরিফ ৩-৪, কর্ণফুলী ১২-১৩
ছাড়ার সময়:
ঢাকা থেকে: রাত ৭:৪৫, ৮:৩০ ও ৮:৪০
বেতুয়া থেকে: বিকাল ৫ টা, ৫:৩০
বেতুয়া থেকে চরফ্যাশন অটোভাড়া =৩০
আবার বেতুয়া থেকে মনপুরার ট্রলার ছাড়ে।
ভাড়া : ৮০ – ১০০ টাকা
ছাড়ার সময় দুপুর ১২ টা ও বিকাল ৩ টা…
চর কুকরী মুকরী যাওয়ার জন্য চরফ্যাশন থেকে দক্ষিণ আইচা এর বাস ছাড়ে। সেখান থেকে অটোতে কচ্ছপিয়া ঘাট যেতে হবে।
বাস ভাড়া : ৩০
অটো ভাড়া : ১০
চর কুকরী মুকরী:
ট্রলার ভাড়া : ৪০ টাকা, ছাড়ার সময়: ১২ টা ও ৪ টা,
সময় লাগে ১ ঘন্টা ৩০ মিনিট
ঢালচর:
ট্রলার ভাড়া : ৭০ – ৮০ টাকা, ছাড়ার সময় ২ টা, সময়: ২ ঘন্টা ৩০ মিনিট
চর মনতাজ:
ট্রলার ভাড়া : ১০০ টাকা, ছাড়ার সময় ২ টা, সময়: ৩ ঘন্টা।
স্পিডবোটে গেলে আরো দ্রুত যাওয়া যায় তবে ভাড়া একটু বেশি।
আপনি সময় নিয়ে ঘুরে আসতে পারেন , দেখে আসতে পারেন – বাংলাদেশের দক্ষিণের চর কুকরী মুকরী , ঢাল চর এবং চর মনতাজের অপার সৌন্দর্য্য !
অনুগ্রহ করে নিজের দেশের প্রকৃতির প্রতি যত্নশীল হবেন , ময়লা আবর্জনা ফেলবেন না, প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকুন।
এদেশ আপনার ,নিজের দেশের প্রতি যত্নবান হউন।
ফটোগ্রাফী : Asif Soikot
জাকারিয়া পারভেজ
স্বত্ব সংরক্ষিত : ব তে ব-দ্বীপ
অনেক অনেক ধন্যবাদ ভাই জান। আপনার লেখা মাঝে পড়ি, আপনি অনেক ভালো লেখেন। তবে ভাই আমি একটা কথা বলতে চাই তা হল ফেসবুকে আমি আপনাকে ফলো করি,তবে আমি আপনার কোনো পোষ্টে কমেন্ট করতে পারি না। আপনার কাছে এই অনুমতি টা চাই, যেনো আপনার পোষ্টে কমেন্ট করতে পারি।