• সব পোস্ট
অন্যান্য অভিজ্ঞতা কুকরিমুকরি - সোনারচর - আন্ডার চর - চর মোন্তাজ...

কুকরিমুকরি – সোনারচর – আন্ডার চর – চর মোন্তাজ – চর তারুয়া দ্বীপ ভ্রমণ: পর্ব – ৫

-

কুকরিমুকরি – সোনারচর – আন্ডার চর – চর মোন্তাজ – চর তারুয়া দ্বীপ ভ্রমণ

পর্ব – ৫:

১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন

সকাল সাড়ে ছয়টায় কামরুল ভাইয়ের ডাকে ঘুম ভাঙল৷ শুভ সকাল আন্ডার চর৷ রাতে আমি ভালমত খেয়াল করিনি, আমাদের ক্যাম্প সাইট টা আসলেই জোশ একটা জায়গায় ছিল৷ একদম নদীর কিনারায় উঁচু জায়গায়৷

কামরুল ভাই ফজরের নামাজ আন্ডার চর বাজারের মসজিদে আদায় করে এসে আমাকে ঘুম জাগালেন৷

আন্ডার চর জামে মসজিদ
আন্ডার চর জামে মসজিদ

স্থানীয় এক চাচা বলেছিল এই চরে আগে মানুষজন খুব কম ছিল, অনেকটা লোকচক্ষুর আড়ালেই ছিল এই চর৷ খুব কম মানুষ এটা সম্পর্কে জানত বলে এটাকে আন্ধার চর বলে ডাকত তারা৷ এটা দিয়ে বোঝাত অন্ধকারে থাকা চর যার সম্পর্কে মানুষজন তেমন জানে না৷

আন্ডার চর দূর থেকে
আন্ডার চর দূর থেকে

কালের পরিক্রমায় নির্জন আর অনুকুল পরিবেশ পেয়ে বিভিন্ন পাখি এই চরে ডিম পারা শুরু করে৷ সেই থেকে এই চরকে আন্ডার চর বলে মানুষ৷ দাপ্তরিক ভাষায় অবশ্য আন্ডার চরের পরিবর্তে তারা চর আন্ডা লেখে৷

জাহাঙ্গীর ভাই সবার আগে উঠে জগিং করে পুরা চর চক্কর দিয়ে আসলেন৷ আমাদের তিনজনের শোরগোলে সুমি আপু ও উঠে গেল ঘুম থেকে৷ এলাকার একজন মুরব্বী এসে দেখে গেল আমাদের, খোঁজ নিলেন রাতে কোন সমস্যা হইছে কিনা৷ বুঝলাম গত রাতে জাহাঙ্গীর ভাইকে পুলিশ বানায়ে দেওয়াতেই এই খাতির৷

হাত মুখ ধুয়ে সবাই ফ্রেস হয়ে তাবু আর ব্যাকপ্যাক গুছিয়ে নিলাম৷ গত রাতের গরুর দুধের চায়ের স্বাদটা এখনো মুখে লেগে আছে৷ আবার খেতে মন চাইল কিন্তু ক্যাম্প সাইট থেকে বাজার একটু দূর হওয়ায় আর হাতে সময় কম থাকায় খাওয়া হল না৷

কোন সমস্যা নাই চর মোন্তাজে নিশ্চই একইরকম চা পাব৷ সে আশায় সবার ভারী ব্যাকপ্যাক আর সব জিনিসপত্র নৌকায় উঠায়ে বসতেই দেখি নানার মুখ কালো৷

ঘটনা কি জিজ্ঞাসা করতেই নানা বললেন, গাঙ্গের পানি অনেক নীচে নেমে গেছে, নৌকা ঠেলা দিয়া পানিতে নামানো লাগবে নাতি৷ কি আর করা জাহাঙ্গীর ভাই, সুমি আপু আর আমাদের সব মালপত্রগুলো নৌকায় উঠায়ে দিয়ে আমি, কামরুল ভাই আর সিফাত ভাই নানার সাথে নৌকা ঠেলা শুরু করলাম৷

কিন্তু নৌকা তো নামে না, ভাল মতন ফেঁসে গেছে চরে৷ প্রচুর বল প্রয়োগ করতে হবে আমাদের নামাতে গেলে৷ আমাদের অত বল নাই তাই শ্লোগান দিয়ে নানার বল বাড়ানোর চেষ্টা করলাম সবাই৷

” শউয়ার নানা হেইয়্যো ” বলে জোড়ে ধাক্কা দিলাম সবাই, শুনে নানা নিজেই হেসে উঠল৷ নানা লোংগী গোজ মেরে নিল শেষ চেষ্টা করার জন্য আমরাও সর্ব শক্তি দিয়ে নানার সাথে ঠেলা দিলাম ” শাউয়ার নানা হেইয়্যো ” বলে৷

শেষ পর্যন্ত সবার প্রচেষ্টায় নৌকা পানিতে ভাসল৷ নানা ইঞ্জিন চালু করে টান দিলেন৷ গন্তব্য চর মোন্তাজ৷ নৌকা আন্ডার চর ছেড়ে সামনে এগিয়ে চলল৷ আমি কিছুক্ষন অপলক নয়নে আন্ডার চরের দিকে তাকিয়ে রইলাম৷ চরটা ভাল লেগেছে৷

বিদায় আন্ডার চর
বিদায় আন্ডার চর

নানাকে বললাম যদি সম্ভব হয় ফিরে যাবার সময় এই চরে দিনের আলোয় একবার নেমে ঘুরে দেখতে চাই৷ নানা বলল সময় কাভার করলে চেষ্টা করবেন আবার আসতে৷

দুইপাশে সবুজ চর আর মাঝখানে সরু খাল বেয়ে এগিলে চলল আমাদের নৌকা৷ দেখতে এত সুন্দর লাগছিল বলে বোঝাতে পারব না৷

বাজার করার সময় ইমারজেন্সী হিসাবে কিছু বিস্কিট, চিপস, চনাচুর আর মুড়ি নিয়েছিলাম সাথে কচ্ছপিয়া থেকে রওনা দেবার আগে৷ মুড়ি চনাচুর চিপস গতদিন খেয়ে ফেলেছিলাম৷ বিস্কিটের প্যাকেটগুলো রয়ে গেছিল ব্যাগে৷ সুমি আপা সেগুলো বের করে সবাইকে খেতে দিলেন৷ চর মোন্তাজে না পৌঁছানো পর্যন্ত নাস্তা হবে না আমাদের৷ প্রায় ঘন্টাখানেক চলার পর আমরা চর মোন্তাজে এসে পৌঁছালাম৷

চর মোন্তাজ
চর মোন্তাজ

চর মোন্তাজ বাংলাদেশের পটুয়াখালী জেলার অন্তর্গত রাঙ্গাবালী উপজেলার একটি ইউনিয়ন। চর মোন্তাজ ইউনিয়নের আয়তন ৫৬৬৪ হেক্টর ( ১৩,৯৯৭ একর )৷ ২০১১ সালের আদম শুমারির তথ্য মতে চর মোন্তাজ ইউনিয়নের মোট জনসংখ্যা ১৯,৫৬৯ জন আর সাক্ষরতার হার ৪৩.৩%৷

চর মোন্তাজ
চর মোন্তাজ

নানা ঘাটে নৌকা লাগিয়ে দিতেই আমরা নেমে পড়লাম আমরা৷

চর মোন্তাজে আমার টিম
চর মোন্তাজে আমার টিম

আসেপাশে যে চর গুলো আছে তার মধ্যে চর মোন্তাজ সবচেয়ে বেশি পরিচিত মানুষের কাছে৷ অন্যান্য চরের চাইতে এখানে সুযোগ সুবিধাও একটু বেশি৷ মানুষ এদিকে ঘুরতে আসলে চর মোন্তাজে না নেমে যায় না৷

এই চরের পরিবেশটাও সুন্দর৷ আমরা যখন চরে পা রাখি তখন অনেক নতুন ট্রলার তৈরির কাজ চলছিল চর মোন্তাজে৷

নতুন ট্রলার তৈরির কাজ চলছে, চর মোন্তাজ
নতুন ট্রলার তৈরির কাজ চলছে, চর মোন্তাজ

মাছ ধরার মৌসুম তাই কেউ নতুন ট্রলার বানাচ্ছে কেউ বা পুরানোটা রিপেয়ার করে নিচ্ছে গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরার জন্য৷ এখানে সেলফোনের নেটওয়ার্ক ভাল পাওয়ায় সবাইকে সাথে নিয়ে ফেসবুক লাইভে গেলাম৷

নানা তাগাদা দিলেন সময় কম যেতে হবে বহুদূর সেই তারুয়া দ্বীপে৷ দেরী না করে আমরা সবাই নাস্তা করার জন্য দোকানের দিকে দৌড়ালাম৷ কলা বনরুটি দিয়ে নাস্তা করলাম সবাই৷

চর মোন্তাজে সকালের নাস্তা করার পর কিছু সময় কাটানো
চর মোন্তাজে সকালের নাস্তা করার পর কিছু সময় কাটানো

ভেবেছিলাম গরুর দুধের চা খাব৷ কিন্তু কপাল খারাপ এইখানে গরুর দুধের চা পেলাম না৷ তাই সাধারন কনডেন্স মিল্কের চা খেতে হল৷ নানা অবশ্য আসার সময় নৌকাতে আশা দিয়েছিল গরুর দুধের চা পাবার কিন্তু পেলাম না৷

নাস্তা করে চরে বেশ কিছু সময় ঘুরে বেড়ালাম আমরা৷ নানা ডাক দিলেন নৌকায় উঠে বসতে৷

চর মোন্তাজে আমরা
চর মোন্তাজে আমরা

লম্বা পথ পাড়ি দিতে হবে৷ তাই সময় নষ্ট না করে সবাই উঠে পড়লাম নৌকায় আবার৷ নানা ইঞ্জিন চালু করে টান দিলেন নৌকা৷ গন্তব্য তারুয়া দ্বীপ।

চলবে …

#ব_দ্বীপ ( দৃষ্টিতে_মুগ্ধতা )

লিখা ও ছবি: রবি চন্দ্রবিন্দু

ব-দ্বীপ
শুধুমাত্র আমাদের প্রাণপ্রিয় বাংলাদশের জল, স্হল, জনপদ আর প্রকৃতিকে উপস্হাপন করাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।

Leave a Reply

সর্বশেষ

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি আশপাশে সাভার, ধামরাইয়ের মতো প্রাচীন বনেদী সব জনপদ থাকতে...

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি – হরিকল

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি - হরিকল। ভাল করে বলতে চঞ্চুমোটা হরিকল। ইংরেজি নাম Thick Billed Green Pigeon. বৈজ্ঞানিক নাম...

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা, বান্দরবন

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা বান্দরবন জেলার আলীকদমে অবস্থিত। বেশ দূর্গম পথ , তবে মারাত্মক লেগেছে। ফ্লাশ ফ্লাডে পাহাড়...

আজিজ মাস্টারের বাড়ি

‘মুন্সী’ ‘খাঁ’ টাইটেল যে হিন্দুদেরও হয় তা জানতাম, তবে খুব একটা common  নয়। Afterall ‘মুন্সী’ শব্দটি ফার্সি। হিন্দু মুন্সী পদবীধারীর...

ঝরঝরি ট্রেইল

চট্টগ্রামের সীতাকুণ্ড রেইঞ্জের সবচাইতে বুনো ট্রেইল বলা হয় এই ঝরঝরি ট্রেইলকে। এই ট্রেইলে মোটামুটি দেখবেন জোঁক, বানর, সাপসহ নানা...

পাঠক প্রিয়

চর কুকরী মুকরি, ঢাল চর, চর মনতাজ ভ্রমণ

চর কুকরী মুকরি, ঢাল চর, চর মনতাজ ভ্রমণ অল্প খরচেই আপনি ঘুরে আসতে পারেন বাংলাদেশের দক্ষিনের নদী ও সাগর বেষ্টিত ভোলার চরফ্যাশন উপজেলায়। হাতে ১...

এবার গুলিয়াখালী সমুদ্র সৈকতে দেখা মিললো তীব্র বিষধর ‘রাসেল ভাইপার‘ সাপ

গতকাল চট্টগ্রামের সীতাকুন্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে রাসেল ভাইপারের দেখা মিলেছে।  পৃথিবীর ৫ম বিষধর সাপ এই রাসেল ভাইপার, আক্রমণে বিশ্বে ১ম ( মতান্তরে দ্বিতীয় )। অর্থাৎ...

মধুখাইয়া ট্রেইল ও ঝর্ণা, সীতাকুন্ড চট্টগ্রাম

২০১৭ সালের সেপ্টেমর মাস,কুরবানী ঈদের জাস্ট পরের দিন অপু নজরুল ভাইয়ের ফোন। আড়মোড়া ভেঙ্গে উঠলাম! ফোনে অপু ভাই বললো - ‘আসিফ ভাই! চলেন মধুখাইয়া...

কালচিতি / কালাচিতি / কালাচ / common krait

কালচিতি / কালাচিতি / কালাচ / common krait : একে বলা হয় রহস্যময় সাপ। ফনাহীন মারাত্মক বিষধর এই সাপে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মানুষ...

ভ্রমণ ডায়েরির পাতা থেকে, সাইংপ্রা: পর্ব – ২

সাইংপ্রা (২য় পর্ব) ভ্রমণ_ডায়েরির_পাতা_থেকে (৬ অক্টোবর,২০১৮) ভ্রমণ ডায়েরির পাতা থেকে, সাইংপ্রা (১ম পর্ব) আমার মাথার ঠিক পিছনেই মুটামুটি বড়সড় একটা চারকোণা জানালা কাটা আছে! একজনের স্লিপিং ব্যাগ সিংগেল...
error: Content is protected !!