• এডিটরস চয়েস
  • পরিচিতি
  • ভ্রমণ
  • সব পোস্ট
এডিটরস চয়েস শিরদাঁড়া উঁচু করে দাঁড়িয়ে রক্তবর্ণ কাঞ্চনজঙ্ঘা

শিরদাঁড়া উঁচু করে দাঁড়িয়ে রক্তবর্ণ কাঞ্চনজঙ্ঘা

-

শিরদাঁড়া উঁচু করে দাঁড়িয়ে রক্তবর্ণ কাঞ্চনজঙ্ঘা

#আসা_যাওয়া, #সময়_সুযোগ বিস্তারিত

গতকালের আপডেট জেনে মাত্র কয়েকঘন্টায় প্ল্যান করেই ছুটে যাই পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশ্যে। ব্যাগভর্তি এক্সেসরিজ। নাহ্, কোনো DSLR ক্যামেরা setup না। সাথে ছিল আমার 50mm টেলিস্কোপ, 10x বাইনোকুলার আর ফোন শুধুমাত্র। এ নিয়েই লক্ষ্য ছিল কাঞ্চনজঙ্ঘার চূড়াকে ক্যামেরাবন্দি করার।

রাতের মধ্যেই ফোন এডাপ্টার বানিয়ে ফেললাম। ফজরের নামাজ সেরে একটা ভালো ছবির ক্লিকের জন্য দোয়া করে বের হলাম ভোর ৬ টার আগেই। তিন বন্ধুও ভোরের কনকনে ঠাণ্ডায় কাবু। Firoz Al Sabah ভাইয়ের পরামর্শে মহানন্দার তীরে বসে পড়ি setup নিয়ে। সূর্য উঠে নি, এরপরেও কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট। সূর্য উঠার সাথে সমানুপাতিক হারে এটি রক্তবর্ণ রূপ নিচ্ছে। ক্লিকের পর ক্লিক। ঠিক ৬:৪০ মিনিটে এই রূপে তাকে ধরে ফেলি।

কাঞ্চনজঙ্ঘা
কাঞ্চনজঙ্ঘা

কার্শিয়াং, পাংখাবাড়ি শহর স্পষ্ট দেখা যাচ্ছে। তার পিছনেই হালকা কুয়াশা নিয়ে দানবের মত দাঁড়িয়ে আছে রক্তবর্ণ কাঞ্চনজঙ্ঘা যার দূরত্ব মাত্র ১৫০ কিমি। ভয়ংকর গিরিখাদ, শ্বেতশুভ্র বরফ আর পাথুরে দেয়াল নিয়ে মাথা উঁচিয়ে দাঁড়াতে একটুও দেরি করে নি পৃথিবীর এই ৩য় উচ্চতম শৃঙ্গ, কাঞ্চনজঙ্ঘা।

ছবিটি তেঁতুলিয়া ডাকবাংলো থেকে উত্তরে মহানন্দার তীর থেকে তোলা।

| 30.10.2020 | 06:40 AM |

#আসবো_কিভাবে?

ঢাকা থেকে পঞ্চগড় সরাসরি ট্রেনে। একতা/দ্রুতযান/পঞ্চগড় এক্সপ্রেস। অথবা পঞ্চগড়/তেঁতুলিয়াগামী বাস অনেক। একটু খোঁজ নিলেই পাবেন।

#কখন_দেখা_বেস্ট?

সূর্য উঠার সময় থেকে দুপুর ১১-১২ টা পর্যন্ত। ভোরে লালচে রং, একটু পর ধবধবে সাদা। বর্তমানে আকাশ অনেক পরিষ্কার, পলুশন কম। ৭ দিন পরে পাবার সুযোগ অনেক কম। তাই দ্রুত চলে আসুন।

#থাকবো_কই?

তেঁতুলিয়াতে হোটেল আছে। অথবা পঞ্চগড় সদরেও আছে। থাকা খাওয়া নিয়ে চিন্তা নেই। এদিকে খরচ অনেক রিজনেবল। একটা মাইক্রো ২৫০০-৩৫০০ টাকায় ভাড়া করে ১দিনে A to Z পুরো পঞ্চগড় দেখে ফেলতে পারবেন।

এই ছবির মত ক্লোজ ভিউ পেতে হলে আপনাকে বাইনোকুলার লাগবে। ক্যামেরার জুম লেন্স দিয়ে অসাধারণ ফটো তুলতে পারবেন। দানব আকারের এই পর্বত খালি চোখে দেখতে পাবেন খুব খুব খুব খুব পরিষ্কার ভাবে, অনেক অনেক অনেক বড় আকারেই। সত্যি ভাই, একদম সত্যি।

দেরি না করে দ্রুত চলে আসুন #হিমালয়_কন্যা_পঞ্চগড়।

আর হ্যাঁ, হালকা শীতের কাপড় নিতে ভুলবেন না। এদিক কিন্তু ভালই ঠান্ডা।

বিঃদ্রঃ কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়ে অনেকেই মহানন্দা নদীতে প্লাস্টিকের প্যাকেট ফেলে। এধরনের কাজ থেকে নিজেদের বিরত রাখি, পরিবেশ পরিচ্ছন্ন রাখি।

©ফাহিম ফয়সাল শুভ

ব-দ্বীপ
শুধুমাত্র আমাদের প্রাণপ্রিয় বাংলাদশের জল, স্হল, জনপদ আর প্রকৃতিকে উপস্হাপন করাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।

Leave a Reply

সর্বশেষ

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি আশপাশে সাভার, ধামরাইয়ের মতো প্রাচীন বনেদী সব জনপদ থাকতে...

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি – হরিকল

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি - হরিকল। ভাল করে বলতে চঞ্চুমোটা হরিকল। ইংরেজি নাম Thick Billed Green Pigeon. বৈজ্ঞানিক নাম...

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা, বান্দরবন

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা বান্দরবন জেলার আলীকদমে অবস্থিত। বেশ দূর্গম পথ , তবে মারাত্মক লেগেছে। ফ্লাশ ফ্লাডে পাহাড়...

আজিজ মাস্টারের বাড়ি

‘মুন্সী’ ‘খাঁ’ টাইটেল যে হিন্দুদেরও হয় তা জানতাম, তবে খুব একটা common  নয়। Afterall ‘মুন্সী’ শব্দটি ফার্সি। হিন্দু মুন্সী পদবীধারীর...

ঝরঝরি ট্রেইল

চট্টগ্রামের সীতাকুণ্ড রেইঞ্জের সবচাইতে বুনো ট্রেইল বলা হয় এই ঝরঝরি ট্রেইলকে। এই ট্রেইলে মোটামুটি দেখবেন জোঁক, বানর, সাপসহ নানা...

পাঠক প্রিয়

চর কুকরী মুকরি, ঢাল চর, চর মনতাজ ভ্রমণ

চর কুকরী মুকরি, ঢাল চর, চর মনতাজ ভ্রমণ অল্প খরচেই আপনি ঘুরে আসতে পারেন বাংলাদেশের দক্ষিনের নদী ও সাগর বেষ্টিত ভোলার চরফ্যাশন উপজেলায়। হাতে ১...

এবার গুলিয়াখালী সমুদ্র সৈকতে দেখা মিললো তীব্র বিষধর ‘রাসেল ভাইপার‘ সাপ

গতকাল চট্টগ্রামের সীতাকুন্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে রাসেল ভাইপারের দেখা মিলেছে।  পৃথিবীর ৫ম বিষধর সাপ এই রাসেল ভাইপার, আক্রমণে বিশ্বে ১ম ( মতান্তরে দ্বিতীয় )। অর্থাৎ...

মধুখাইয়া ট্রেইল ও ঝর্ণা, সীতাকুন্ড চট্টগ্রাম

২০১৭ সালের সেপ্টেমর মাস,কুরবানী ঈদের জাস্ট পরের দিন অপু নজরুল ভাইয়ের ফোন। আড়মোড়া ভেঙ্গে উঠলাম! ফোনে অপু ভাই বললো - ‘আসিফ ভাই! চলেন মধুখাইয়া...

কালচিতি / কালাচিতি / কালাচ / common krait

কালচিতি / কালাচিতি / কালাচ / common krait : একে বলা হয় রহস্যময় সাপ। ফনাহীন মারাত্মক বিষধর এই সাপে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মানুষ...

ভ্রমণ ডায়েরির পাতা থেকে, সাইংপ্রা: পর্ব – ২

সাইংপ্রা (২য় পর্ব) ভ্রমণ_ডায়েরির_পাতা_থেকে (৬ অক্টোবর,২০১৮) ভ্রমণ ডায়েরির পাতা থেকে, সাইংপ্রা (১ম পর্ব) আমার মাথার ঠিক পিছনেই মুটামুটি বড়সড় একটা চারকোণা জানালা কাটা আছে! একজনের স্লিপিং ব্যাগ সিংগেল...
error: Content is protected !!