• এডিটরস চয়েস
  • পরিচিতি
  • সব পোস্ট
এডিটরস চয়েস সংগ্রামপুঞ্জি ঝর্ণা, জাফলং, সিলেট

সংগ্রামপুঞ্জি ঝর্ণা, জাফলং, সিলেট

-

সংগ্রামপুঞ্জি ঝর্ণা, জাফলং সিলেট

ঘন সবুজ গাছপালা আর পাথুরে পাহাড়ের এর মাঝে বেড়ে ওঠা এক সৌন্দর্যের নাম মায়াবীঝর্ণা। মায়াবী ঝর্ণার অপর নাম সংগ্রামপুঞ্জি ঝর্ণা।

সংগ্রামপুঞ্জি ঝর্না, জাফলং সিলেট
সংগ্রামপুঞ্জি ঝর্না, জাফলং সিলেট

ভারত সীমান্তে অবস্থিত এই ঝর্ণার দেখতে বি এস এফ এর সাহায্য নিয়ে তবেই পৌঁছানো যায়৷ পাহাড়, ঝর্ণা, চা বাগান আর জল জঙ্গলের কাব্যের পসরা সাজিয়ে অপরূপ সিলেট এমনিতেই সকলের নজর কেড়েছে।

বিশেষ করে বর্ষায় এটি সাজে নবতর রূপে আর মাধুর্যে। সিলেটের এমন প্রাকৃতিক সৌন্দর্যে বেশ কয়েকবছর যাবত বাড়তি আমেজ সৃষ্টি করেছে সংগ্রামপুঞ্জি ঝর্ণা। বর্ষাকাল এখানে ঘোরার উপযুক্ত সময়।

জাফলং এর জিরো পয়েন্ট থেকে মাত্র ১৫-২০ মিনিটের রাস্তার দূরত্বে অবস্থিত এই সংগ্রামপুঞ্জি ঝর্ণা। পাহাড়ের নিকটে গেলেই এর আসল সৌন্দর্য সম্মুখে আসে৷ সবুজ গাছপালা আর পাথর ঢাকা এই ঝর্ণা৷

এর বেশ কয়েকটি ধাপ রয়েছে এবং প্রায় সবগুলোই বিপজ্জনক এবং পিচ্ছিল৷ প্রথম দ্বিতীয় ধাপ ফেরিয়ে তৃতীয় ধাপে উঠলেই দেখা পাওয়া যায় একটি সুড়ঙ্গের। এই সুড়ঙ্গের উৎস কিংবা ব্যাপ্তি সম্পর্কে তেমন কোন ধারণা পাওয়া যায় না।

অল্প কিছু দূর যাওয়ার পরই আর প্রবেশের উপযুক্ত থাকে না সুড়ঙ্গটি৷ এখানে জল দুভাগ হয়ে এক ভাগ সুড়ঙ্গের দিকে আরেকভাগ নিচে নামতে থাকে।

পাহাড়ের গা বেয়ে কয়েকটি ধারায় নেমে আসে ঝর্ণার দুধ সাধা পানি৷ প্রথমে বড় পাথর দিয়ে আলাদা দুভাগ হয়ে যায় ঝর্ণার ধারা, পরে ৪ ভাগ এবং নিচে নামতে নামতে আরো বেশ কয়েকটি ধারা দিয়ে জল বইতে থাকে। পাথর এবং গাছপালা ঝর্ণাটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য।

কখনো দেখবেন সবুজ গাছগাছালির মাঝ দিয়ে বেয়ে আসছে পানির স্রোত, কখনো বা পাথরের মাঝ দিয়ে৷ ঝর্ণার পানি পড়ে নিচে পুকুরের মতো গর্তের সৃষ্টি হয়েছে৷ শীতল এই অমিয় ধারায় নিজেকে পবিত্র করে নিতে পারেন সহজেই৷

কিভাবে যাবেন 👇

দেশের যেকোন প্রান্ত থেকে পৌছাতে হবে সিলেট এ। সিলেট থেকে লোকাল বাস কিংবা লেগুনায় করে জাফলং বাজারে৷

ঢাকা থেকে বাসে কিংবা ট্রেনে সিলেট পৌঁছানো যায়। নন এসি বাস ভাড়া ৪০০-৫০০ আর এসি বাসে খরচ পড়বে ৮০০-১২০০ টাকা। ট্রেনে খরচ পড়বে ৩০০-৩৫০ টাকা। জাফলং বাজার থেকে জাফলং জিরো পয়েন্টে কয়েক মিনিট হেঁটেই পৌছাতে পারবেন৷

জিরো পয়েন্ট থেকে সংগ্রামপুঞ্জি যেতে পারেন দু ভাবে। জিরো পয়েন্ট পার হয়ে সোজা মিনিট বিশেক হাঁটলে সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখতে পাবেন। এই পথ শর্টকাট।

এছাড়া মামার বাজার থেকে জাফলং জিরো পয়েন্টের দিকে কিছু রাস্তা হেঁটে মা রেস্টুরেন্টের সামনে দিয়ে বাঁয়ে মোড় নিতে হবে। ওখান থেকে নৌকা নিয়ে সংগ্রামপুঞ্জি বাজার জনপ্রতি ১০ টাকা ভাড়া নেবে।

এ পথ দিয়ে গেলে খাসিয়া পল্লী বাগান দেখতে পাবেন, ঘন লম্বা সুপারি ও নাম না জানা আরো অনেক বৃক্ষ জড়িয়ে বেয়ে উঠছে পানের গাছ।

এই বাগানের ভেতরের রাস্তায় ১০ মিনিটের মতো হাঁটলেই সংগ্রামপুঞ্জি ঝর্ণা। ভালো হয় যাওয়ার পথে খাসিয়া পল্লী হয়ে এবং ফেরার পথে সরাসরি চলে আসলে। তাতে দুটি পথের সৌন্দর্যই দেখা হয়ে যাবে।

কার্টেসী: Sakhawat Nishan

ব-দ্বীপ
শুধুমাত্র আমাদের প্রাণপ্রিয় বাংলাদশের জল, স্হল, জনপদ আর প্রকৃতিকে উপস্হাপন করাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।

Leave a Reply

সর্বশেষ

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি আশপাশে সাভার, ধামরাইয়ের মতো প্রাচীন বনেদী সব জনপদ থাকতে...

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি – হরিকল

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি - হরিকল। ভাল করে বলতে চঞ্চুমোটা হরিকল। ইংরেজি নাম Thick Billed Green Pigeon. বৈজ্ঞানিক নাম...

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা, বান্দরবন

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা বান্দরবন জেলার আলীকদমে অবস্থিত। বেশ দূর্গম পথ , তবে মারাত্মক লেগেছে। ফ্লাশ ফ্লাডে পাহাড়...

আজিজ মাস্টারের বাড়ি

‘মুন্সী’ ‘খাঁ’ টাইটেল যে হিন্দুদেরও হয় তা জানতাম, তবে খুব একটা common  নয়। Afterall ‘মুন্সী’ শব্দটি ফার্সি। হিন্দু মুন্সী পদবীধারীর...

ঝরঝরি ট্রেইল

চট্টগ্রামের সীতাকুণ্ড রেইঞ্জের সবচাইতে বুনো ট্রেইল বলা হয় এই ঝরঝরি ট্রেইলকে। এই ট্রেইলে মোটামুটি দেখবেন জোঁক, বানর, সাপসহ নানা...

পাঠক প্রিয়

চর কুকরী মুকরি, ঢাল চর, চর মনতাজ ভ্রমণ

চর কুকরী মুকরি, ঢাল চর, চর মনতাজ ভ্রমণ অল্প খরচেই আপনি ঘুরে আসতে পারেন বাংলাদেশের দক্ষিনের নদী ও সাগর বেষ্টিত ভোলার চরফ্যাশন উপজেলায়। হাতে ১...

এবার গুলিয়াখালী সমুদ্র সৈকতে দেখা মিললো তীব্র বিষধর ‘রাসেল ভাইপার‘ সাপ

গতকাল চট্টগ্রামের সীতাকুন্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে রাসেল ভাইপারের দেখা মিলেছে।  পৃথিবীর ৫ম বিষধর সাপ এই রাসেল ভাইপার, আক্রমণে বিশ্বে ১ম ( মতান্তরে দ্বিতীয় )। অর্থাৎ...

মধুখাইয়া ট্রেইল ও ঝর্ণা, সীতাকুন্ড চট্টগ্রাম

২০১৭ সালের সেপ্টেমর মাস,কুরবানী ঈদের জাস্ট পরের দিন অপু নজরুল ভাইয়ের ফোন। আড়মোড়া ভেঙ্গে উঠলাম! ফোনে অপু ভাই বললো - ‘আসিফ ভাই! চলেন মধুখাইয়া...

কালচিতি / কালাচিতি / কালাচ / common krait

কালচিতি / কালাচিতি / কালাচ / common krait : একে বলা হয় রহস্যময় সাপ। ফনাহীন মারাত্মক বিষধর এই সাপে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মানুষ...

ভ্রমণ ডায়েরির পাতা থেকে, সাইংপ্রা: পর্ব – ২

সাইংপ্রা (২য় পর্ব) ভ্রমণ_ডায়েরির_পাতা_থেকে (৬ অক্টোবর,২০১৮) ভ্রমণ ডায়েরির পাতা থেকে, সাইংপ্রা (১ম পর্ব) আমার মাথার ঠিক পিছনেই মুটামুটি বড়সড় একটা চারকোণা জানালা কাটা আছে! একজনের স্লিপিং ব্যাগ সিংগেল...
error: Content is protected !!