০১
সুরমা নদী থেকে বোটে করে খচড়ার হাওরের পথ ধরে যাচ্ছি, সকাল দশটা । ঢাকা থেকে বাসে করে সুনামগঞ্জ শহরে নেমে নতুন বাস স্ট্যান্ডে নামলাম ।

সাহেব বাড়ির ঘাটে সুরমা নদীতে আমাদের বোট লাগানে আছে। সুরমা নদী থেকে সরু শাখা নদী ধরে খচড়ার হাওড়ে প্রবেশ করলাম।
চারপাশের সৌন্দর্য্যে যারপরনাই মুগ্ধতা, শিল্পীর তুলিতে আঁকা এক হাওড় জীবন। এখানে প্রচুর ঘোড়া দেখতে পাবেন আপনি, এখানকার কৃষি ঘোড়া নির্ভর। বেশিরভাগ ঘোড়া জামালপুর থেকে আনা হয়।

আমরা খচড়ার হাওর হয়ে রক্তি নদীতে প্রবেশ করেছি, গন্তব্য যাদুকাটা নদী আর শিমুল বাগান !
( চলবে …….)
লেখক : Dr.Asif MRCEM-UK

