• সব পোস্ট
অন্যান্য অভিজ্ঞতা কুকরিমুকরি - সোনারচর - আন্ডার চর - চর মোন্তাজ...

কুকরিমুকরি – সোনারচর – আন্ডার চর – চর মোন্তাজ – চর তারুয়া দ্বীপ ভ্রমণ: শেষ পর্ব

-

কুকরিমুকরি – সোনারচর – আন্ডার চর – চর মোন্তাজ – চর তারুয়া দ্বীপ ভ্রমণ

শেষ পর্ব:

১ম পর্ব পড়তে ক্লিক করুন

আগের পর্ব

বরাবরের মতই আমাকে সকালে কামরুল ভাই ঘুম থেকে জাগালেন৷ সকালে ভোরে কামরুল ভাই আর জাহাঙ্গীর ভাই পুরা এলাকা ঘুরে এসেছেন প্রায়৷ ঘুম থেকে জেগেই বোতল ভরা পানি নিয়ে আমি আর সিফাত ভাই জঙ্গলে মঙ্গল করতে দৌড় দিলাম৷ এখানে জঙ্গলই মঙ্গলের একমাত্র জায়গা৷ আর কোন উপায় নাই এছাড়া৷

জঙ্গল থেকে ফিরে মুখ হাত ধুয়ে ফ্রেস হয়ে নিলাম৷ নানা এসে হাজির হলে, সুমি আপু নানাকে পাম দিয়ে সকালের রান্নার দায়িত্ব ধরায়ে দেন৷

নানা সকালের রান্না করছেন বসে বসে
নানা সকালের রান্না করছেন বসে বসে

নানার বেটা ফেঁসে গেল এই যাত্রায়৷ রান্না নানা করবে তাই কোন চিন্তা নাই, সবাই একসাথে ঘুরতে বের হলাম৷ আমি বরাবরের মতই লুঙ্গী পড়ে নিলাম, আমার দেখাদেখি বাকিরাও লুঙ্গী পড়ে নিল ফটাফট৷ তা দেখে সুমি আপুও শাড়ী পড়ে নিলেন একঘন্টা লাগায়ে৷

নারিকেল বাগানের শেষ প্রান্তে হ্যামকে দোলা
নারিকেল বাগানের শেষ প্রান্তে হ্যামকে দোলা

এই ফাঁকে আমি ক্যাম্প সাইটের পাশে আমার হ্যামক লাগিয়ে আরাম করে নিলাম কিছুক্ষন৷ সুমি আপু রেডি হয়ে আসতেই সবাই হ্যামকে ফটোশুট করে নিল৷ এরপর আমরা সবাই সামনের দিকে হাঁটতে লাগলাম৷

কুকরিমুকরি চরের নারিকেল বাগান এরিয়াটা বেশ কোলাহলপূর্ন৷ অন্যন্য চরের চাইতে এখানেই বেশিরভাগ টুরিষ্ট ঘুরতে আসে৷ যারা আসে মূলত ক্যাম্পিং করে একটা রাত থাকতেই এখানে আসে৷ এই এলাকার পরিবেশটা ক্যাম্পিং করার জন্য শতভাগ নিরাপদ৷

নারিকেল বাগানে আমাদের ক্যাম্প সাইট
নারিকেল বাগানে আমাদের ক্যাম্প সাইট

গত রাতে রমিজ ভাই বলেছিলেন এলাকার চেয়ারম্যান খুব ভাল৷ উনি চেষ্টা করছেন জায়গাটাকে প্রথম সারির পর্যটন প্লেস বানানোর জন্য৷ সবাইকে সাথে নিয়ে উনি কাজটা বেশ ভালোই সামলে নিচ্ছেন বুঝতে পারলাম৷ টুরিস্টদের জন্য শৌচাগার নির্মান, থাকার জন্য হোটেল আর পানীয় জলের জন্য পর্যাপ্ত টিউবওয়েল নির্মান সবই চলছিল দেখলাম৷

হাঁটতে হাঁটতে আমরা চরের প্রায় শেষ মাথা পর্যন্ত চলে এসেছি৷ চলার পথে জাহাঙ্গীর ভাই দেখিয়ে দিলেন হরিণের পায়ের ছাপ৷ খুব ভোরে এখানে হরিণ বিচরন করে৷ তা দেখতে হলে অবশ্য ফজরের আগেই ঘাপটি মেরে জায়গামত বসে থাকতে হবে৷

আমরা ফিরে এলাম সেই জায়গায়, যেই জায়গায় রাতে গাছে চড়ে বসেছিলাম৷ এবার দিনের আলোতে সবাই বসে ছবি তুললাম৷ শাড়ী পড়েই সুমি আপু গাছে চড়ে বসলেন আমাদের সাথে৷

গাছের উপড়ে আমরা সবাই
গাছের উপড়ে আমরা সবাই

একটা বড় গাছ পেয়ে আমি হ্যামকটা ঝুলিয়ে দিয়ে শুয়ে পড়লাম৷ কিছুক্ষন আরাম করে নেয়াতে বেশ ভাল লাগছিল৷ এটা চরের নির্জন জায়গাগুলোর মধ্যে একটা৷ পরে সবাই এসে হ্যামকে শুয়ে ফটোশু করল নিজেদের মতন৷

এরপর আমরা আরেকটু সামনে গিয়ে গ্রুপ ফটোশুট করলাম৷ আসার সময় আমার কালো চশমাটা লঞ্চে পড়ে ভেঙ্গে গিয়েছিল৷ তাই রোদে গ্রুপ ছবি তোলার সময় আমার বেশ কষ্ট হচ্ছিল৷ তারপরও তুললাম কিছু ছবি৷ চশমা না থাকলেও মাথার গামছাটা রোদে বেশ ভাল সাপোর্ট দিচ্ছিল৷

আমি এক তার ছেঁড়া টাইপ মানুষ৷ যেখানেই যাই সে দেশ হোক আর বিদেশ আমার লুঙ্গী আর গামছা সাথে থাকা চাই৷ এগুলা না হলে আমার চলে না একদমই৷ আমার কাছে গামছা আর লুঙ্গী আমার শরীরের প্রধান অংশগুলোর অন্যতম মনে হয়৷ তাই যেখানেই যাই সাথে থাকে৷ কারো কাছে হয়ত দেখতে বিষয়টা ক্ষ্যাত লাগে৷ তাতে আমার কি আমি চলি নিজের মত৷ আমি কখনো এসব দিকে তাকাইনি৷ আমার তাকাতে ভালোও লাগেনা৷ নিজের মত থেকেই ঘুরতে ভালবাসি৷ ভ্রমণ আমাকে আনন্দ দেয়৷ আমার আত্মাকে প্রশান্তি দেয়৷

ঘুরতে ঘুরতে দেখলাম কিভাবে ঠেলা জাল দিয়ে সমুদ্রের পাড়ে ছোট ছোট মাছ ধরে৷ জাহাঙ্গীর ভাই ভিডিও করে নিলেন৷ ঘড়ি দেখলাম প্রায় নয়টা বেজে গেছে আমাদের ক্যাম্পে ফিরে যেতে হবে৷ খাওয়া দাওয়া করে সব গুছিয়ে কচ্ছপিয়ার দিকে রওয়া করতে হবে৷ নানাকে বলেছিলাম পথে যদি সম্ভব হয় আন্ডার চরে একটু নামব৷ জানিনা সময়ে কুলাবে কিনা৷ যেতে পারবকিনা আন্ডার চর৷

সবাই আস্তে আস্তে ক্যাম্পের দিকে পা চালালাম৷ চলার পথে অন্যান্য ক্যাম্পারদের সাথে দেখা করে বিদায় নিয়ে নিচ্ছিলাম৷ বেলা দশটার দিকে আমরা ক্যাম্প সাইটে এসে পৌঁছালাম৷ আমরা ঘুরে আসতে আসতে নানার বেটা গরম ভাত ডিম আর আলুভর্তা করে ফেলেছিল৷

সবাই হাতমুখ ধুয়ে ফ্রেস হয়ে খেতে বসে গেলাম৷ গরম গরম ভাত ডিম ভাজি আর সাথে আলুর ভর্তা খেতে বেশ লাগছিল৷

ঘুরে এসে সকালের খাবার খেলাম
ঘুরে এসে সকালের খাবার খেলাম

খাবার খেয়ে আমরা আমাদের ব্যাকপ্যাক গুছিয়ে নিলাম৷ ক্যাম্প সাইটের সামনে সবাই ফটোশুট করলাম৷ এরপর একটা একটা করে সব তাবুগুলো গুছিয়ে নিলাম৷ কামরুল ভাই আমাকে সাহায্য করলেন আমার তাবু গুছাতে৷ তাবু ভাজ করে ব্যাগে ভরে নিলাম৷ নানা অল্প অল্প করে হাড়ি পাতিল গ্যাসের সিলিন্ডার সব নৌকায় তুলে নিলেন৷ সবশেষে আমরা নৌকার দিকে পা বাড়ালাম৷

আজই আমাদের শেষ দিন৷ ফিরে যেতে হবে বিকেল পাঁচটার মধ্যে বেতুয়া লঞ্চ ঘাটে ঢাকার লঞ্চ ধরতে৷ নৌকায় বসতেই নানা ইঞ্জিন চালু করে টান দিলেন৷ গতরাতে নানা এখানে নোঙর করা জেলেদের সহায়তায় ইঞ্জিনের ক্ষয়ে যাওয়া নাট বদলে ঠিক করে নিয়েছিলেন৷ তাই আজ আর কোন সমস্যা নাই৷ যাবার পথে নানাকে আন্ডার চরের কথা বললাম৷ আমাদের সময়ে কুলাবেনা বলে নানা আর সেদিকে যেতে চাইলেন না৷ এখান থেকে কচ্ছপিয়া যেতে দুই আড়াই ঘন্টা লেগে যাবে৷ সেখান থেকে আবার বেতুয়া যেতে প্রায় তিন ঘন্টার মত লাগবে৷ হাতে আসলেই পর্যাপ্ত সময় ছিলনা৷ নানা শর্টকাট নিলেন৷ আমাদের সরু খালের ভিতর দিয়ে নিয়ে চললেন৷ উদ্দেশ্য যত দ্রুত কচ্ছপিয়া পৌঁছানো যায় আমাদের নিয়ে৷

খালের দুপাশে শ্বাসমূল আর কেওড়া গাছের ছড়াছড়ি, এক পলকের জন্য মনে হল যেন সুন্দরবন চলে এসেছি৷ নারিকেল বাগানে হরিণ দেখতে না পেলেও ফিরতি যাত্রাপথে নানা যে সরু খালের ভিতর দিয়ে নিয়ে চললেন সেখানে সৌভাগ্যবশত হরিণের দেখা পেয়ে গেলাম আমরা৷ নানা নৌকার গতি স্লো করে দিলেন৷ হরিণগুলো বনের ভিতরে বিচরন করছিল৷

আমাদের মোবাইল ক্যামেরায় তা ধারন করতে পারলাম না তবে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম সব৷ হাতে সময় থাকলে নানাকে বলতাম আমরা জঙ্গলে নেমে একটু ঘুরি৷ কিন্তু সময় স্বল্পতায় তা সম্ভব হল না৷ নানা নৌকার গতি বাড়িয়ে দিলেন, আবার আমরা কচ্ছপিয়ার দিকে ছুটে চলেছি৷ সরু খাল পার হয়ে বড় খালে প্রবেশ করার আগে এক ট্রলারের সাথে আমাদের নৌকা প্রায় মুখোমুখি সংঘর্ষ হতে হতে রক্ষা পেল৷ নানা আমাদের নৌকাকে একদম খালের পাড়ে লাগিয়ে দিয়েছিলেন৷ এ যাত্রায় আবারও রক্ষা পেলাম৷

আমাদের নৌকা এবার সরু খাল পার হয়ে বড় খালে এসে পড়ল নানা ইঞ্জিনের গতি সর্বেচ্চ করে দিলেন৷ দুপাশে জল কেটে আমাদের নৌকা ছুটে চলেছে, গন্তব্য চর কচ্ছপিয়া৷ আমরা সবাই নৌকায় বসে শেষ মূহুর্তের দৃশ্য উপভোগ করতে লাগলাম৷

আসলে যেখানেই ঘুরতে যাইনা কেন আমার কাছে ডেস্টিনেশানের চাইতে মধ্যবর্তী জার্নিটাই বেশি ভালো লাগে৷ আমি এই জার্নিটা বেশ উপভোগ করি৷ বেলা একটার একটু আগে আমরা চর কচ্ছপিয়াতে এসে পৌঁছালাম৷

চর কচ্ছপিয়া ঘাট
চর কচ্ছপিয়া ঘাট

নৌকা থেকে নামতেই রমিজ ভাই দৌড়ে আসলেন স্বাগত জানাতে৷ রমিজ ভাইকে পেয়ে আমরাও খুশি হলাম অনেক৷ একদম সাদা মনের দিল খোলা একজন মানুষ এই রমিজ ভাই৷

কচ্ছপিয়া পৌঁছাতেই রমিজ ভাই স্বাগত জানালেন
কচ্ছপিয়া পৌঁছাতেই রমিজ ভাই স্বাগত জানালেন

ব্যাকপ্যাক নিয়ে নৌকা থেকে নেমে এলাম সবাই৷ একটা দোকানে বসে নানা রমিজ ভাই সহ চা খেলাম৷ রমিজ ভাই একটা ব্যাটারির রিকশা ঠিক করে দিলেন, যেটা আমাদের সোজা চরফ্যাসন পার করে বেতুয়া লঞ্চঘাটে দিয়ে আসবে৷

সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চর কচ্চপিয়া ঘাট থেকে বেতুয়ার দিকে যাত্রা করলাম৷ প্রায় আড়াই ঘন্টা চলার পর আমরা ভোলার চরফ্যাসনে এসে পৌঁছালাম৷ আমরা গাড়ি থেকে নেমে জ্যাকব টাওয়ার দেখলাম৷

চরফ্যাশনের জ্যাকব টাওয়ারের সামনে
চরফ্যাশনের জ্যাকব টাওয়ারের সামনে

সবাই মিলে ছবিও তুললাম৷ দুপুরে খাবার খাওয়ার জন্য একট হোটেলে ঢুকলাম৷ খাবারের দাম বেশি দেখে বেতুয়া ঘাটে গিয়েই খাবার সিদ্ধান্ত নিলাম৷

গাড়িতে উঠে বসলাম সবাই বেতুয়া ঘাটে চলে যাবার জন্য৷ পনের বিশ মিনিটের মধ্যেই আমরা বেতুয়া লঞ্চ ঘাটে পৌঁছে যাই৷ গাড়ী থেকে নেমে ঘাটের টিকিট কেটে লঞ্চের দিকে আগালাম ব্যাকপ্যাক নিয়ে৷ লঞ্চে পা দিতেই ম্যানেজার হেলাল ভাইয়ের সাথে দেখা৷ আমরা যে লঞ্চে এসেছিলাম সেই একই লঞ্চে ফিরে যাব বাহহহ৷

বিদায় বেলায় লঞ্চে উঠার একটু আগে বেতুয়া লঞ্চ ঘাটে
বিদায় বেলায় লঞ্চে উঠার একটু আগে বেতুয়া লঞ্চ ঘাটে

ম্যানেজার হেলাল ভাই আমাদের স্বাগত জানিয়ে জিজ্ঞাসা করলেন কি ভাই আজকে কি আবার ক্যাম্পিং হবে নাকি৷ আমরা সবাই হেসে উঠলাম একসাথে৷ দোতালায় আমাদের পছন্দের আগের সেই জায়গাতেই গিয়ে বসলাম আমরা৷ ম্যাট বিছিয়ে সবার ব্যাকপ্যাক রেখে জায়গা ধরে নিলাম৷ আজকে লঞ্চে একটু ভিড় হবে বুঝতে পারলাম তাই জায়গা ধরা৷

আমরা দুপুরের খাবারের জন্য লঞ্চ থেকে নেমে ঘাটের দিকে গেলাম৷ কামরুল ভাই লঞ্চে বসে থাকলেন আমাদের সবার ব্যাকপ্যাক পাহাড়া দেবার জন্য৷ আমরা খেয়ে আসার সময় ভাইয়ের জন্য পার্সেল করে নিয়ে আসব খাবার৷ প্রথমে একটা হোটেলে ঢুকে দেখলাম, জাহাঙ্গীর ভাই বললেন আরো কয়েকটা দেখি৷

হোটেল থেকে বের হতেই সামনের হোটেলের একজন হাত ধরে টেনে আমাদের ভিতরে নিয়ে গেলেন৷ আমাদের বিভিন্ন মাছের আইটেম দেখালেন৷ আমাদের পছন্দ হল৷ আমরা আমাদের মোবাইলগুলো চার্জে দিয়ে খেতে বসলাম৷ আমাদের জন্য দোকানের একদম শেষ দিকে একটা আলাদা রুমে খাবার পরিবেশন করেছিল৷ তাদের আপ্যায়ন বেশ ভাল লেগেছিল আমাদের৷ পাশের দোকানে না বসে তাদের এখানে চলে এসেছি দেখে ১০ % ডিসকাউন্টও আদায় করে নিলাম৷

আমরা পেট পুরে ভাত খেলাম ইলিশ মাছ দিয়ে সাথে ডিম৷ জাহাঙ্গীর ভাই অন্য মাছ দিয়ে খেয়েছিলেন৷ সম্ভবত সেটা সামুদ্রিক লাল পোয়া মাছ ছিল৷ ভাত খেয়ে আমরা গরুর দুধের সর দেয়া চা খেলাম৷ আমাদের জন্য এক্সট্রা দুধের সর ও বাটিতে করে দিয়েছিল৷ সেটাও চায়ের সাথে মিশিয়ে খেয়েছিলাম৷

বেতুয়া লঞ্চ ঘাটে দুধের সর দেয়া চা খাওয়া
বেতুয়া লঞ্চ ঘাটে দুধের সর দেয়া চা খাওয়া

গরম গরম মিষ্টি তৈরি হতে দেখে লোভ সামলাতে পারলামনা আমরা৷ দামও কম৷ বেশ কয়েক দফা খেলাম আমরা গরম গরম ছানার মিষ্টি৷ কামরুল ভাইয়ের জন্য আর আমাদের জন্য আলাদা করে মিষ্টি প্যাক করে নিলাম৷

বেতুয়া ঘাটে গরম গরম মিষ্টি পেয়ে হাতছাড়া করিনি নাই
বেতুয়া ঘাটে গরম গরম মিষ্টি পেয়ে হাতছাড়া করিনি নাই

দুপুরের খাবার ভাল লেগেছিল বলে রাতে লঞ্চে খাবার জন্য পার্সেল ও করে নিয়েছিলাম পাঁচ জনের জন্য৷ আমরা তো এখানে খেয়ে নিয়েছি তাই রাতের খাবারের পার্সেল আর কামরুল ভাইয়ের জন্য একটা আলাদা পার্সেল সাথে নিয়ে জাহাঙ্গীর ভাই লঞ্চে চলে গেলেন৷ আমি সিফাত ভাই আর সুমি আপু ঘাটে কিছুক্ষন সময় কাটালাম৷

লঞ্চে উঠার আগে আমাদের চার্জে দেয়া মোবাইলগুলো খাবার হোটেল থেকে বুঝে নিলাম৷ ঘাট থেকে লঞ্চে খাবার জন্য কিছু হালকা নাস্তাও কিনে নিলাম৷ ঠিক বিকাল সাড়ে পাঁচটায় আমাদের লঞ্চ ছেড়ে দিল৷ বেতুয়া ঘাট ছেড়ে আমরা ছুটে চললাম, গন্তব্য ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল৷

প্রতিবার লেখা শেষে চলবে লিখলেও এবার আর চলার রাস্তা নেই বিধায় থেমে যেতে হচ্ছে৷ ধন্যবাদ সবাইকে৷

#ব_দ্বীপ ( দৃষ্টিতে_মুগ্ধতা )

লিখা ও ছবি: রবি চন্দ্রবিন্দু

আগের পর্ব

 

ব-দ্বীপ
শুধুমাত্র আমাদের প্রাণপ্রিয় বাংলাদশের জল, স্হল, জনপদ আর প্রকৃতিকে উপস্হাপন করাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।

Leave a Reply

সর্বশেষ

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি আশপাশে সাভার, ধামরাইয়ের মতো প্রাচীন বনেদী সব জনপদ থাকতে...

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি – হরিকল

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি - হরিকল। ভাল করে বলতে চঞ্চুমোটা হরিকল। ইংরেজি নাম Thick Billed Green Pigeon. বৈজ্ঞানিক নাম...

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা, বান্দরবন

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা বান্দরবন জেলার আলীকদমে অবস্থিত। বেশ দূর্গম পথ , তবে মারাত্মক লেগেছে। ফ্লাশ ফ্লাডে পাহাড়...

আজিজ মাস্টারের বাড়ি

‘মুন্সী’ ‘খাঁ’ টাইটেল যে হিন্দুদেরও হয় তা জানতাম, তবে খুব একটা common  নয়। Afterall ‘মুন্সী’ শব্দটি ফার্সি। হিন্দু মুন্সী পদবীধারীর...

ঝরঝরি ট্রেইল

চট্টগ্রামের সীতাকুণ্ড রেইঞ্জের সবচাইতে বুনো ট্রেইল বলা হয় এই ঝরঝরি ট্রেইলকে। এই ট্রেইলে মোটামুটি দেখবেন জোঁক, বানর, সাপসহ নানা...

পাঠক প্রিয়

চর কুকরী মুকরি, ঢাল চর, চর মনতাজ ভ্রমণ

চর কুকরী মুকরি, ঢাল চর, চর মনতাজ ভ্রমণ অল্প খরচেই আপনি ঘুরে আসতে পারেন বাংলাদেশের দক্ষিনের নদী ও সাগর বেষ্টিত ভোলার চরফ্যাশন উপজেলায়। হাতে ১...

এবার গুলিয়াখালী সমুদ্র সৈকতে দেখা মিললো তীব্র বিষধর ‘রাসেল ভাইপার‘ সাপ

গতকাল চট্টগ্রামের সীতাকুন্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে রাসেল ভাইপারের দেখা মিলেছে।  পৃথিবীর ৫ম বিষধর সাপ এই রাসেল ভাইপার, আক্রমণে বিশ্বে ১ম ( মতান্তরে দ্বিতীয় )। অর্থাৎ...

মধুখাইয়া ট্রেইল ও ঝর্ণা, সীতাকুন্ড চট্টগ্রাম

২০১৭ সালের সেপ্টেমর মাস,কুরবানী ঈদের জাস্ট পরের দিন অপু নজরুল ভাইয়ের ফোন। আড়মোড়া ভেঙ্গে উঠলাম! ফোনে অপু ভাই বললো - ‘আসিফ ভাই! চলেন মধুখাইয়া...

কালচিতি / কালাচিতি / কালাচ / common krait

কালচিতি / কালাচিতি / কালাচ / common krait : একে বলা হয় রহস্যময় সাপ। ফনাহীন মারাত্মক বিষধর এই সাপে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মানুষ...

ভ্রমণ ডায়েরির পাতা থেকে, সাইংপ্রা: পর্ব – ২

সাইংপ্রা (২য় পর্ব) ভ্রমণ_ডায়েরির_পাতা_থেকে (৬ অক্টোবর,২০১৮) ভ্রমণ ডায়েরির পাতা থেকে, সাইংপ্রা (১ম পর্ব) আমার মাথার ঠিক পিছনেই মুটামুটি বড়সড় একটা চারকোণা জানালা কাটা আছে! একজনের স্লিপিং ব্যাগ সিংগেল...
error: Content is protected !!