• ফিচারড
  • সব পোস্ট
অন্যান্য অভিজ্ঞতা কুকরিমুকরি - সোনারচর - আন্ডার চর - চর মোন্তাজ...

কুকরিমুকরি – সোনারচর – আন্ডার চর – চর মোন্তাজ – চর তারুয়া দ্বীপ ভ্রমণ: পর্ব – ৪

-

কুকরিমুকরি – সোনারচর – আন্ডার চর – চর মোন্তাজ – চর তারুয়া দ্বীপ ভ্রমণ

পর্ব – ৪ :

১ম পর্ব

নৌকা চলছে জল কেটে৷ সোনার চর পার হয়ে আমরা সাগরে এসে পরলাম আবার৷ নানা বললেন নাতি মোমাদের আন্ডার চর নিয়ে যাব, জায়গাটা নিরাপদ৷ আমরা বললাম চলেন যাই৷

সন্ধ্যা গড়িয়ে রাতের আঁধার নেমে এল৷ মাথার উপড় একরাশ তারকারাজি৷ চাঁদ মামা হেসে চলেছে, মাঝে মাঝে মাঝে মেঘের ভিতরে হারিয়ে গিয়ে আবার বের হয়ে জানান দিচ্ছে আমি হারায়নি চিন্তা করিওনা৷

আমি নৌকার সম্মুখ ভাগে বিছানো চাটাইয়ে চিৎ হয়ে শুয়ে পড়লাম৷ এ যেন কোন স্বপ্ন৷ নৌকা চলছে তার সাথে সাথে যেন চাঁদ মামাও দৌড়াচ্ছে৷ মূহুর্তের জন্য আমি আনমনা হয়ে যাই৷

কিছুক্ষন পর কামরুল ভাইয়ের ডাকে বাস্তব জগতে ফিরে আসি৷ আমাদের নৌকা সাগরের বুক চিড়ে এগিয়ে চলেছে আন্ডার চরের দিকে৷

রাতের আধারে সাগরের বুকে ভেসে থাকা মাছ ধরার ট্রলারগুলোতে হারিকেনের আলো জ্বলছিল৷ দূর থেকে দেখতে অসাধারন লাগছিল৷

রাত সাড়ে সাতটার দিকে আমরা আন্ডার চরে এসে পৌঁছালাম৷ হাপ ছেড়ে বাঁচলাম৷ সোনার চরের কাছেই বঙ্গোপসাগরে জেঁগে ওঠা এক নির্জন দ্বীপ আন্ডার চর। পুটুয়াখালীর জেলা সদর থেকে ৮০-৯০ কি. মি. দক্ষিনে রাঙ্গাবালী থানার অন্তর্গত চর মোন্তাজ ইউনিয়নের একটি ছোট্ট দ্বীপ এই আন্ডার চর৷

আন্ডার চরে পা দিয়েই খুশিতে মনটা নেচে উঠল, বাজারের দোকানগুলোতে বিজলি বাতি জ্বলতে দেখে৷ মনে মনে ভাবলাম যাক মোবাইলগুলো অন্তত চার্জ দিতে পারব৷ যদিও সাথে পাওয়ার ব্যাংক ছিল৷

চরে নামতেই এক দোকানে দেখলাম চা বানাচ্ছে দোকানি, আর দেরী না করে সবাই সেখানে দৌড়৷ আমি সচরাচর তেমন চা খাইনা৷ খুব কাছের বন্ধুদের সাথে থাকলে খাওয়া হয়৷ কিন্তু ট্রিপে বের হলে এটা আমার লাইফ লাইনে পরিণত হয়৷ চা ছাড়া আমার চলেই না৷

আন্ডার চরের মানুষ খাঁটি গরুর দুধের চা খায়, মাত্র পাঁচ টাকা প্রতি কাপ৷ কিন্তু তারা কাপের পরিবর্তে কাঁচের গ্লাসে চা পরিবেশন করে৷ স্বর পড়া গরুর দুধের মালাই চা আমার খুব প্রিয় জিনিস৷ আমরা দুই দফা চা খেলাম৷ প্রানটা জুড়িয়ে গেল একদম।

দোকানিকে বললাম মোবাইলগুলো একটু চার্জ দিব৷ হেসে বললেন এই এলাকায় বিদ্যুৎ নেই৷ সোলার দিয়ে বাতি জ্বালায় তারা৷ তবে পাশের একটা দোকান দেখিয়ে দিয়ে বললেন ঐখানে যান, ওদের আই পি এস আছে৷ চার্জ দিতে পারবেন৷ মোবাইল চার্জ দিতে গিয়ে দেখি সে দোকানে কম্পিউটার চলছে৷ বাহহহ এই দূর্গম চরেও কেউ কম্পিউটার আর নেট চালাচ্ছে দেখে বেশ ভাল লাগল৷

তরুন ছেলেটা আর তার ভাই মিলে দোকানটা চালায়৷ এখানে যে সব মাছ ধরার ট্রলার ভিড় জমায়, পয়সার বিনিময়ে সেইসব ট্রলারের জেলেদের মোবাইল চার্জ দেয় সে৷ সেইসাথে তাদের মোবাইলে গান, নাটক, সিনেমা ইত্যাদি লোড করে দেয় পয়সার বিনিময়ে৷ বেশ ভালোই ইনকাম তার প্রতিদিন৷

আমাদের দেখেই বলল চার্জ দিবেন ভাইয়া? আমরা আমাদের মোবাইলগুলো চার্জে দিয়ে চরের বাজারটা ঘুরে দেখতে লাগলাম৷ একটা মুরগির দোকান দেখে সিফাত ভাই বলল আজকে মুরগীর বার্বিকিউ করব৷ সবাই সম্মতি দিলাম৷

কিন্তু দোকান তো বন্ধ৷ এলাকার একজন বাড়ি থেকে দোকানদারকে ধরে নিয়ে আসল৷ আমরা বড় দেখে দুইটা মুরগি নিলাম৷ কিন্তু বার্বিকিউ করার নেট তো নাই৷ সিফাত ভাইকে বললাম গুনার তার দিয়ে কাজ চালায়ে দেয়া যাবে যদি পাওয়া যায়৷

নেট না থাকায় গুনার তারে ঝুলিয়ে বার্বিকিউ করা
নেট না থাকায় গুনার তারে ঝুলিয়ে বার্বিকিউ করা

এক দোকান থেকে গুনার তার কিনে নিলাম৷ বাজারের সবাই বেশ কৌতুহলী দৃষ্টিতে আমাদের দেখছিল৷ মুরব্বীদের মনে হাজারটা প্রশ্ন সুমি আপুকে নিয়ে৷ একটা মেয়ে হয়ে এতগুলো ছেলের সাথে একা এসেছে৷ এটা তারা ভাল দৃষ্টিতে দেখছিলেন না৷ বিষয়টা দৃষ্টি এড়াল না৷ জাহাঙ্গীর ভাইকে বললাম৷ তিনিও একটু চিন্তায় পড়ে গেলেন৷

সিফাত ভাই সুমি আপু আর কামরুল ভাইকে নিয়ে বাবুল নানার পিছে পিছে গেল ক্যাম্পিং সাইট দেখতে৷ বাবুল নানা বললেন পশ্চিম দিকে নদীর পাড়ে বেশ সুন্দর একটা জায়গা আছে ক্যাম্পিং করার জন্য৷ সবাই নৌকায় উঠে সেদিকেই চলে গেল৷

আমি আর জাহাঙ্গীর ভাই বাজারে থেকে গেলাম৷ মোবাইলগুলো চার্জ হলে সেগুলো নিয়ে আমরা ফিরে যাব৷ বাজারে চক্কর দিতে লাগলাম আমরা৷ আমারা আবার গেলাম সেই চা দোকানে৷ স্থানীয় মানুষগুলোর সাথে ভাব জমানোর ঐটাই মোক্ষম জায়গা৷

দোকানে ঢুকে চা অর্ডার করলাম৷ স্থানীয় এক মুরব্বী এবার বলেই বসলেন, ঐ মেয়ে আপনাদের কি হয়? এতগুলো ছেলের সাথে একা চলে আসছে৷ মনে মনে এটাই শুনতে চেয়েছিলাম কারো আছে৷ বিষয়টা তাদের ক্লিয়ার করা দরকার৷ নাহলে সমস্যা হতে পারে৷

চাচাকে বললাম আমার চাচাতো বোন৷ আসতে চেয়েছে তাই সাথে নিয়ে আসলাম৷ জাহাঙ্গীর ভাই ও মাথা নাড়ালেন৷ চাচা বললেন একা একটা মেয়ে এভাবে আনা ঠিক হয় নাই, আপনারা কাজটা ভাল করেন নাই৷ বললাম ওর বাবা পুলিশের বড় অফিসার৷ উনি জানেন তার মেয়ে কোথায় কার সাথে যায় কি কি করে৷ এবার চাচা একটু নরম হয়ে গেল সেই সাথে পাশের উৎসুক জনতাও৷

জাহাঙ্গীর ভাই কানে কানে বললেন জায়গামতন মেরে দিছেন বদ্দা৷ দোকানি চা দিল৷ আড্ডা জমে গেল৷ একে একে সবার সাথে পরিচিত হলাম আমরা৷ নিজেকে হাইকোর্টের আইনজীবী বানিয়ে ফেললাম আর জাহাঙ্গীর ভাই বেশ লম্বা চওড়া মানুষ সেই সাথে সুদর্শনও বটে, তাকে পুলিশের এসআই বলে পরিচয় করায়ে দিলাম সবার সাথে৷ এবার খাতির যত্ন আরো বেড়ে গেল আমাদের৷

ঐ চাচাও বললেন কোন সমস্যা নাই, এলাকা ভাল নিজেদের মতন থাকেন৷ কিছু লাগলে জানাইয়েন৷ জাহাঙ্গীর ভাই আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন৷ মনে মনে বললাম ঠেলার নাম বাবাজি শুধু জায়গা মত দিতে পারলেই মমলা খতম৷

চায়ের চুমুকের সাথে আড্ডার সময় বেড়ে চলল৷ তাদের নানান ধরনের প্রশ্ন আর কৌতুহল আমাদের ঘুরেবেড়ানো নিয়ে৷ একে একে সব প্রশ্নের উত্তর দিয়ে চললাম দুইজনে সমান তালে৷

চায়ের দোকান থেকে বের হয়ে চরের চারপাশটা একটু ঘুরে দেখলাম জাহাঙ্গীর ভাইকে নিয়ে৷ একটু পূর্বদিকে গিয়ে একটা মাদ্রাসাও দেখলাম৷ এরপর পশ্চিম দিকে একটু আগাতেই চর আন্ডা যুব ক্লাব দেখতে পেলাম৷ বাহ এই চরে ক্লাব ও আছে৷

দরজা খোলা দেখে ঢুকে পড়লাম৷ অল্প সময় কাটানো যাবে৷ ভিতরে কয়েকজন তরুন ক্যারাম খেলছিল৷ আমরা বাইরে থেকে এসেছি বুঝতে পেরে স্বাগতম জানাল৷ ছোট চর এখানের প্রত্যেকে প্রত্যেককে চিনে৷ বাইরে থেকে নতুন কেউ এলে তারা বুঝতে পারে৷ পরিচিত হয়ে তাদের সাথে সময় কাটাতে লাগলাম৷

জাহাঙ্গীর ভাই খুব ভাল ক্যারাম খেলে৷ এক তরুন তাকে খেলার অফার করল৷ ভাই রাজি হয়ে গেলেন৷ আমি নিরব দর্শকের মতন খেলা দেখতে লাগলাম৷ কিছুক্ষন পর বাবুল নানা এসে উপস্থিত৷ আমাদের নিয়ে যেতে এসেছেন ক্যাম্প সাইটে৷

খবর দিল সিফাত ভাই, কামরুল ভাই আর নানা মিলে সব তাবু সেট করে ফেলছে৷ আমাদের আর চিন্তা নাই বাহহহ৷ ক্লাবে উপস্থিত সবার কাছ থেকে বিদায় নিয়ে চার্জে দেয়া মোবাইল গুলো বুঝে নিয়ে রাতের আঁধারে নানার পিছে পিছে চরের পশ্চিম দিকে ক্যাম্প সাইটের দিকে আগাতে লাগলাম৷ কুয়াশায় কিছুই ভালমতো দেখা যাচ্ছিল না৷

একদম কাছে গিয়ে টের পেলাম ক্যাম্প ফায়ারে লাকড়ি জ্বলছে আর তাবু গুলো নিজের পায়ে দাড়িয়ে আছে৷ সিফাত ভাই বার্বিকিউর প্রস্তুতি নিচ্ছিলেন, সুমি আপু আর কামরুল ভাই তাকে সাহায্য করছেন৷ ভাগ্য ভাল সোনার চরের কিছু লাকড়ি সাথে করে নিয়ে এসেছিলাম৷ যে জায়গায় ক্যাম্প সাইট আশেপাশে লাকড়ির বালাই নেই৷

আমরা গুনা দিয়ে নেট বানাতে পারিনি তাই গুনায় বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে বার্বিকিউ করলাম৷ আমার গুনার আইডিয়া টা বৃথা যায় নাই শেষ পর্যন্ত৷ সেই রাতে খাবার তৈরি হতে অনেক দেরী হয়ে গিয়েছিল৷ নানা তার ছোট্ট নাতি ইকবালকে নিয়ে নৌকার সম্মুখে মাদুরা পেতে ঘুমিয়ে গিয়েছিল৷

খাবার রেডি হলে রাত একটার টার দিকে আমি আর কামরুল ভাই নানাকে আর ইকবালকে ডেকে নিয়ে আসলাম৷ আমাদের ইনস্যুলেশান ম্যাটগুলো লইন ধরে বিছিয়ে দিয়ে সবাই একসাথে খেতে বসলাম৷ খাবারটা বেশ ছিল৷ সিফাত ভাই, সুমি আপু অনেক কষ্ট করেছে, জাহাঙ্গীর ভাই আগুনের তাপে হাত পুড়িয়েছে বার্বিকিউ করার সময়৷ একটু দেড়ী হলেও নানা নাতি ভালমত পেট ভরে খেয়েছে৷

খাবার পর নানা আধোয়া হাড়ি পাতিল সব নৌকায় তুলে রেখে নাতিকে নিয়ে শুয়ে পড়লেন আবার৷ আমাদের তো চোখে ঘুম নাই৷ সিফাতভাই ব্যাগ থেকে ফানুস বের করে নিয়ে আসলেন৷ উড়ানের সময় দেখি একদিকে একটু ছেড়া৷ সিফাত ভাই সেটা রিপেয়ার করলেন৷ সবাই মিলে মনের আনন্দে ফানুস উড়ালাম আন্ডার চরে।

আন্ডার চরে আমাদের উড়ানো ফানুস
আন্ডার চরে আমাদের উড়ানো ফানুস

ফানুষ টা বেশ ভালোই উপড়ে উঠেছিল৷ শেষ পর্যন্ত বেশ কিছুক্ষন উড়ে তা নদীর ওপারে চরে গিয়ে পড়েছিল৷ আমরা সবাই যার যার তাবুতে গিয়ে শুয়ে পড়লাম৷ শোবার আগে নিরাপত্তার জন্য আমাদের সবার তাবু চারপাশে দিয়ে সুমি আপুর তাবু টা মাঝখানে দিলাম৷

সিফাত ভাইয়ের তাবু আর সুমি তাবুর দরজা মুখোমুখী করে দিলাম যাতে সমস্যা হলে সাথে সাথে রেসপন্স করতে পারে৷ রাত বাড়ছে সেই সাথে শিয়ালের হাক ডাক৷ তাবুর ভিতরে স্লীপিং ব্যাগের ভিতরে শুয়ে চোখটা বন্ধ করলেও সহসা ঘুম আসল না৷ একটু দেড়ী হয়েছিল ঘুম আসতে৷

ঘুম আসার আগ পর্যন্ত আমি আর সিফাত ভাই তাবুর দরজা হালকা খোলা রেখে গল্প করছিলাম৷ সুমি আপুকে নগদে পুলিশের মেয়ে আর জাহাঙ্গীর ভাইকে এস আই বানানোর গল্প শুনে সিফাত ভাইয়ের হাসি আর থামে না৷ আমাদের হাসাহাসিতে আরেক তাবুর ভিতর থেকে কামরুল ভাই আর জাহাঙ্গীর ভাইও হেসে উঠল ৷ কখন যে ঘুমিয়েছিলাম ঠিক মনে নাই৷

চলবে ………

#ব_দ্বীপ ( দৃষ্টিতে_মুগ্ধতা)

লিখা ও ছবি: রবি চন্দ্রবিন্দু

ব-দ্বীপ
শুধুমাত্র আমাদের প্রাণপ্রিয় বাংলাদশের জল, স্হল, জনপদ আর প্রকৃতিকে উপস্হাপন করাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।

1 COMMENT

Leave a Reply

সর্বশেষ

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি আশপাশে সাভার, ধামরাইয়ের মতো প্রাচীন বনেদী সব জনপদ থাকতে...

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি – হরিকল

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি - হরিকল। ভাল করে বলতে চঞ্চুমোটা হরিকল। ইংরেজি নাম Thick Billed Green Pigeon. বৈজ্ঞানিক নাম...

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা, বান্দরবন

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা বান্দরবন জেলার আলীকদমে অবস্থিত। বেশ দূর্গম পথ , তবে মারাত্মক লেগেছে। ফ্লাশ ফ্লাডে পাহাড়...

আজিজ মাস্টারের বাড়ি

‘মুন্সী’ ‘খাঁ’ টাইটেল যে হিন্দুদেরও হয় তা জানতাম, তবে খুব একটা common  নয়। Afterall ‘মুন্সী’ শব্দটি ফার্সি। হিন্দু মুন্সী পদবীধারীর...

ঝরঝরি ট্রেইল

চট্টগ্রামের সীতাকুণ্ড রেইঞ্জের সবচাইতে বুনো ট্রেইল বলা হয় এই ঝরঝরি ট্রেইলকে। এই ট্রেইলে মোটামুটি দেখবেন জোঁক, বানর, সাপসহ নানা...

পাঠক প্রিয়

চর কুকরী মুকরি, ঢাল চর, চর মনতাজ ভ্রমণ

চর কুকরী মুকরি, ঢাল চর, চর মনতাজ ভ্রমণ অল্প খরচেই আপনি ঘুরে আসতে পারেন বাংলাদেশের দক্ষিনের নদী ও সাগর বেষ্টিত ভোলার চরফ্যাশন উপজেলায়। হাতে ১...

এবার গুলিয়াখালী সমুদ্র সৈকতে দেখা মিললো তীব্র বিষধর ‘রাসেল ভাইপার‘ সাপ

গতকাল চট্টগ্রামের সীতাকুন্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে রাসেল ভাইপারের দেখা মিলেছে।  পৃথিবীর ৫ম বিষধর সাপ এই রাসেল ভাইপার, আক্রমণে বিশ্বে ১ম ( মতান্তরে দ্বিতীয় )। অর্থাৎ...

মধুখাইয়া ট্রেইল ও ঝর্ণা, সীতাকুন্ড চট্টগ্রাম

২০১৭ সালের সেপ্টেমর মাস,কুরবানী ঈদের জাস্ট পরের দিন অপু নজরুল ভাইয়ের ফোন। আড়মোড়া ভেঙ্গে উঠলাম! ফোনে অপু ভাই বললো - ‘আসিফ ভাই! চলেন মধুখাইয়া...

কালচিতি / কালাচিতি / কালাচ / common krait

কালচিতি / কালাচিতি / কালাচ / common krait : একে বলা হয় রহস্যময় সাপ। ফনাহীন মারাত্মক বিষধর এই সাপে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মানুষ...

ভ্রমণ ডায়েরির পাতা থেকে, সাইংপ্রা: পর্ব – ২

সাইংপ্রা (২য় পর্ব) ভ্রমণ_ডায়েরির_পাতা_থেকে (৬ অক্টোবর,২০১৮) ভ্রমণ ডায়েরির পাতা থেকে, সাইংপ্রা (১ম পর্ব) আমার মাথার ঠিক পিছনেই মুটামুটি বড়সড় একটা চারকোণা জানালা কাটা আছে! একজনের স্লিপিং ব্যাগ সিংগেল...
error: Content is protected !!