• সব পোস্ট
অন্যান্য অভিজ্ঞতা জলে ও জঙ্গলে এ্যাডভেঞ্চার: পর্ব - ২

জলে ও জঙ্গলে এ্যাডভেঞ্চার: পর্ব – ২

-

পর্বঃ ২

(সমুদ্র পথে- হরিনা ঘাটা, লালদিয়ার বন, বিহঙ্গ দ্বীপ, সুন্দরবন এর কচিখালী, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, টেংরাগিরি ফরেস্ট, আশার চর, চর বিজয় – Victory Island, গঙ্গামতির চর, কুয়াকাটা হয়ে আবার বরগুনায় ফিরে আসা, প্রায় ২০০ + কিমি এর মতো সমুদ্র ভ্রমন)

যারা ১ম পর্ব পড়েন নি তাদের ১ম পর্ব পড়ে আসার অনুরোধ রইলো।

আমাদের মাছ ধরার ট্রলার চলা শুরু করলো বলেশ্বর নদী ও বঙ্গোপসাগরের মোহনা ধরে। এর মধ্যে ক্ষুধায় পেট চো চো করছিলো। তাই ইব্রাহিম ভাই এর বাসা থেকে রান্না করে আনা মোটা চালের ভাত, আলু ভর্তা, মুরগির মাংস আর ডাল দিয়ে সবাই খাওয়া আরম্ভ করলাম। সাগরের মাঝে আমাদের কাঠের নৌকা তে দুলুনি এর সাথে খাবার বেশ এনজয় করলাম।

টিম টি-শার্ট
জলে ও জঙ্গলে টিম টি-শার্ট

ঘন্টা দেড়েক চলার পর সুন্দরবন এর ডিমের চর ও পক্ষীর চর কে হাতের বাম পাশে ফেলে আমরা চলে এলাম সুপতি খাল ও বঙ্গোপসাগরের মোহনা কচিখালী তে। আমাদের ফরেস্ট পারমিট ছিলো না, তাই আমরা কচিখালী খাল এ ঢুকিনি।

আস্তে আস্তে বিকেল হচ্ছিলো। আমরা তখন ছুটে চললাম সাগর পার ধরে জামতলা সী বীচ এর দিকে যতটুকু যাওয়া যায়। এরই মধ্যে আমরা বেশ কয়েক টা হরিন, বন্য শুকর, বানর দেখতে পেলাম। বক, মদন টাক সহ অসংখ্য নাম না জানা পাখিও দেখতে পেলাম।

এভাবে বেশ কিছুক্ষন যাওয়ার পর জামতলা সী বীচ এর সামনে থেকে আমরা ট্রলার ঘুরিয়ে ফিরতি পথ ধরলাম। যেহেতু আমাদের ১ম রাতের বেজ ক্যাম্প হবে বিহঙ্গ দ্বীপ এ। ভাটার টান ও আরম্ভ হলো। আমাদের ট্রলার বেশ স্পীড পেলো। এরই মাঝে ফোন এর নেটওয়ার্ক পেলে আরিফ ভাই এর কল। উনি ঘাটের ওই দিকে আছেন। তাই আমরা ঘাটের দিকে চললাম। পুরো সমুদ্র ধরে ফিরে যাওয়াতে নৌকা বেশ দুলছিলো। আমরাও উপভোগ করছিলাম।

এমন সময় দূরে একটি নৌকা দেখা গেলো ইলিশ ধরার নৌকা। তো আমরা ঐ নৌকা এর দিকে ট্রলার চালাতে বললাম। কাছাকাছি আসাতে ঐ নৌকার মাঝিকে ইশারা দিলাম যে মাছ কিনবো। সেও নৌকা নিয়ে আমাদের কাছে আসলো।

মাছ ধরার ট্রলার থেকে মাছ কেনা হচ্ছে
মাছ ধরার ট্রলার থেকে মাছ কেনা হচ্ছে

এই সময় আসলে ইলিশের সীজন ছিলো না। তারপর ও জেলেকে জিজ্ঞাসা করলে বলে যে, সে কিছুক্ষন আগে এসে জাল ফেলেছে, প্রথম বারে দুই টি ইলিশ পেয়েছে। আবার জাল তুলবে একটু দেরীতে। আমাদের দেরী হচ্ছিলো। তাই ২ টি ইলিশ ই দরদাম করে কিনে নিলাম। কিনে নিয়ে প্রসেসিং করতে দিয়ে দিলাম আমাদের ট্রলার এ। যদিও রাতের খাবারে আমাদের জন্য রান্না হচ্ছিলো খিচুড়ি আর হাঁসের মাংস।

আমরা সন্ধ্যার আগে গিয়ে ঘাটে পৌছুলাম এবং আরিফ ভাই সহ ট্রলার এর আরো ১ জন লোক কে উঠিয়ে নিয়ে বিহঙ্গ দ্বীপ এর দিকে ট্রলার চালালাম।

আমরা ক্যাম্প করবো উত্তর – পূর্ব কোনে যেখানে বালির বীচ আছে। কিন্তু ভাটা এর কারনে আমাদের বোট সেদিকে যেতে পারলো না। এদিকে সন্ধ্যা হয়ে অন্ধকার হয়ে গিয়েছে।

আমরা ট্রলার নিয়ে নামলাম দক্ষিন – পশ্চিম সাইডের একটি খাল এর পাড়ে। সেখান থেকে সিদ্ধান্ত হলো আমরা তাবু সহ অনান্য জিনিষ নিয়ে পায়ে হেটে ক্যাম্প সাইডে যাবো। এতে রাতে জঙ্গলে হাইকিং অভিজ্ঞতা টাও হয়ে যাবে। আর আমাদের ট্রলারে রান্না চলতে থাকবে। রাতে জোয়ার এলে ট্রলার ঘুড়ে আমাদের ক্যাম্প প্লেস এ আসবে।

তো আমরা তাবু, টর্চ লাইট সহ আনুষাংগিক জিনিষ পত্র নিয়ে হেটে রওনা হলাম। যদিও অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিলো না। বিহঙ্গ দ্বীপ টা খুব বেশী পুরোনো না হলেও, গাছ গাছালি, লতা পাতায় ভরপুর। আরো আছে ম্যানগ্রোভ বনাঞ্চল এর গাছ পালা থেকে বের হয়ে আসা শ্বাস মূল। বেশ সাবধানে আমাদের পা ফেলতে হচ্ছিলো।

এই বিহঙ্গ দ্বীপ টি আসলে মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ। যা বলেশ্বর নদী ও বঙ্গোপসাগরের মোহনা তে অবস্থিত। এর একপাশে সুন্দরবন এর শরণখোলা রেঞ্জ এর সুপতি ও কচি খালী। অপর পাশে পাথরঘাটা ও চর দুয়ানি উপজেলা। এক পাশে ডিমের চর, পক্ষীর চর ও বঙ্গোপসাগর। যদিও এই বনে হিংস্র কোন পশু পাখি থাকার কথা না। তবে আরিফ ভাই জানালো এই বনে বন্য শুকর, শেয়াল আছে কিছু। বিষাক্ত সাপ আছে। বেজী, গুই সাপ ও আছে। কিছু দিন আগে নাকি একটি বেশ বড় অজগর সাপ ও অবমুক্ত করা হয়েছে। প্রচুর পাখিও আছে।

যাই হোক আমরা অন্ধকারে বেশ সাবধানে পা ফেলে ক্যাম্প প্লেস এর দিকে যাচ্ছিলাম। যদিও দ্বীপ টা বেশী বড় না, তারপর ও ঘুর পথে প্রায় ২ কি.মি হেটে আমরা ক্যাম্প প্লেস এ পৌছুলাম। পৌছে সবাই বালিতে বসে কিছুক্ষন আলোচনা করলাম কিভাবে কি হবে । এরপর সবাই কাজে লেগে গেলাম।

প্রথমেই ওয়াইল্ড লাইফ ক্যাম্পিং এর প্রধান শর্ত আলো এর জন্য ও হিংস্র বন্য প্রানী থেকে রক্ষা পেতে ক্যাম্প ফায়ার জালানো। তো সবাই আশে পাশে থেকে জ্বালানি হিসেবে কাঠ, ছন, পাতা, শুকনো লতা এই সব সংগ্রহ করতে শুরু করলো। মোটামুটি সংগ্রহ করা হলে এক সাইডে আগুন জালানো হলো। এদিকে জ্বালানি সংগ্রহ চলতে থাকলো। এরপর আমাদের ক্যাম্প সাজানো।

একে একে সবার তাবু সেট করা হলো বালির উপর। যদিও এক তাবুতে ২/৩ জন করে থাকতে হবে। এরপর ক্যাম্প সাইডে কার্বলিক এসিড এর বোতল রাখা হলো সাপ থেকে প্রটেকশন পেতে।

ক্যাম্প ফায়ার
ক্যাম্প ফায়ার

এরপর শুরু হলো ক্যাম্প ফায়ার কে ঘিরে আড্ডা। এদিকে আকাশে চাঁদটাও আজ পরিপূর্ন হয়ে উঠেছে। এই জনমানব হীন জঙ্গলে, নির্জন পরিবেশ এ শেয়াল এর ডাক, ক্যাম্প ফায়ার, তাবু, আড্ডা, গান, আহ! কেউ এই পরিবেশ এ না থাকলে তাকে কোন ভাবেই বোঝানো সম্ভব না যে ফিল টা কেমন আসে।

ক্যাম্প ফায়ার ঘিরে আড্ডা
ক্যাম্প ফায়ার ঘিরে আড্ডা

আমাদের আড্ডা চলতে চলতে সাগরে জোয়ার শুরু হলো। জোয়ার এর পানি প্রায় আমাদের ক্যাম্প এর কাছে চলে আসলো। আর এর সাথে সাথেই আমাদের ট্রলার ও চলে আসলো। তো ট্রলার আসলে আমরা সবাই হাটু পানি অবধি ভিজে ট্রলার এ উঠলাম।

উঠে রাতের খাবার সারলাম, হাঁসের মাংস ও খিচুড়ি দিয়ে। অসাধারন ছিলো সেই টেস্ট।

এরপর ঘুমানোর পালা। বিহঙ্গ দ্বীপ এ অজগর, শেয়াল আর বন্য শুকর এর কাহিনী শুনে কেউ কেউ তাবুতে থাকার সাহস পেলো না। কয়েকজন ট্রলার এর কেবিন এ মাঝি দের সাথে ঘুমুলো। ট্রলার এর উপর একটি তাবু সেট করে ২ জন ঘুমালো। আর আমরা যারা ক্যাম্প এ তারা তাবুতে ফিরে আসলাম। তাবুর বাইরে শুরু হলো আবার আড্ডা।

বিহঙ্গ দ্বীপ এ ক্যাম্প
বিহঙ্গ দ্বীপ এ ক্যাম্প

মাথার উপর পূর্ণ পূর্ণিমার চাঁদ! সাগরে জোয়ার এর গর্জন! ক্যাম্প ফায়ার! বলতে গেলে আমার লাইফের সেরা কয়েক টি মুহূর্তের এক টি। মধ্যরাতে ক্যাম্প ফায়ার টা আরেক টু ভালো ভাবে জালিয়ে দিলাম, মরে যাওয়া দুটি গাছের গুড়ি দিয়ে। এরপর ক্লান্ত চোখে তাবুতে ঢুকলাম। তাবুর চেইন লাগিয়ে গায়ে মশা না কামড়ানো এর ক্রীম ” অডোমস ” গায়ে মেখে, স্লিপিং ব্যাগ খুলে লাইফ জ্যাকেট মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়লাম . . . । ।

(চলবে)

লিখা ও ছবি: জাহিদ ইবনে জাহান ও তার টিম

ব-দ্বীপ
শুধুমাত্র আমাদের প্রাণপ্রিয় বাংলাদশের জল, স্হল, জনপদ আর প্রকৃতিকে উপস্হাপন করাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।

Leave a Reply

সর্বশেষ

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি

পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী হতে যে রাজ্যপাটের ভিতঃ বালিয়াটির জমিদার বাড়ি আশপাশে সাভার, ধামরাইয়ের মতো প্রাচীন বনেদী সব জনপদ থাকতে...

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি – হরিকল

এক অদ্ভুত, অপূর্ব সুন্দর পাখি - হরিকল। ভাল করে বলতে চঞ্চুমোটা হরিকল। ইংরেজি নাম Thick Billed Green Pigeon. বৈজ্ঞানিক নাম...

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা, বান্দরবন

পালং খিয়াং (Palong Khiyang) ঝর্ণা বান্দরবন জেলার আলীকদমে অবস্থিত। বেশ দূর্গম পথ , তবে মারাত্মক লেগেছে। ফ্লাশ ফ্লাডে পাহাড়...

আজিজ মাস্টারের বাড়ি

‘মুন্সী’ ‘খাঁ’ টাইটেল যে হিন্দুদেরও হয় তা জানতাম, তবে খুব একটা common  নয়। Afterall ‘মুন্সী’ শব্দটি ফার্সি। হিন্দু মুন্সী পদবীধারীর...

ঝরঝরি ট্রেইল

চট্টগ্রামের সীতাকুণ্ড রেইঞ্জের সবচাইতে বুনো ট্রেইল বলা হয় এই ঝরঝরি ট্রেইলকে। এই ট্রেইলে মোটামুটি দেখবেন জোঁক, বানর, সাপসহ নানা...

পাঠক প্রিয়

চর কুকরী মুকরি, ঢাল চর, চর মনতাজ ভ্রমণ

চর কুকরী মুকরি, ঢাল চর, চর মনতাজ ভ্রমণ অল্প খরচেই আপনি ঘুরে আসতে পারেন বাংলাদেশের দক্ষিনের নদী ও সাগর বেষ্টিত ভোলার চরফ্যাশন উপজেলায়। হাতে ১...

এবার গুলিয়াখালী সমুদ্র সৈকতে দেখা মিললো তীব্র বিষধর ‘রাসেল ভাইপার‘ সাপ

গতকাল চট্টগ্রামের সীতাকুন্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে রাসেল ভাইপারের দেখা মিলেছে।  পৃথিবীর ৫ম বিষধর সাপ এই রাসেল ভাইপার, আক্রমণে বিশ্বে ১ম ( মতান্তরে দ্বিতীয় )। অর্থাৎ...

মধুখাইয়া ট্রেইল ও ঝর্ণা, সীতাকুন্ড চট্টগ্রাম

২০১৭ সালের সেপ্টেমর মাস,কুরবানী ঈদের জাস্ট পরের দিন অপু নজরুল ভাইয়ের ফোন। আড়মোড়া ভেঙ্গে উঠলাম! ফোনে অপু ভাই বললো - ‘আসিফ ভাই! চলেন মধুখাইয়া...

কালচিতি / কালাচিতি / কালাচ / common krait

কালচিতি / কালাচিতি / কালাচ / common krait : একে বলা হয় রহস্যময় সাপ। ফনাহীন মারাত্মক বিষধর এই সাপে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মানুষ...

ভ্রমণ ডায়েরির পাতা থেকে, সাইংপ্রা: পর্ব – ২

সাইংপ্রা (২য় পর্ব) ভ্রমণ_ডায়েরির_পাতা_থেকে (৬ অক্টোবর,২০১৮) ভ্রমণ ডায়েরির পাতা থেকে, সাইংপ্রা (১ম পর্ব) আমার মাথার ঠিক পিছনেই মুটামুটি বড়সড় একটা চারকোণা জানালা কাটা আছে! একজনের স্লিপিং ব্যাগ সিংগেল...
error: Content is protected !!