প্রাক্তন
রাজীব দাশ
জানি অজস্রবার শুনেছ ভালোবাসি ভালোবাসি ভালোবাসি….। হয়ত সহস্রবার কারো হাতে হাতে রেখে আবেগের দূর্গ বানিয়েছ তুমি।হয়ত বহু সূর্যাস্তে গোধূলির রঙ মেখেছ একসাথে । তোমার বৃষ্টি ভেজার গল্পে হয়ত অন্য কারো স্পর্শ ছিল আগে । হয়ত একাকীত্বের সময় গুলোতে অজস্র বার শুনেছ ভালোবসি ভালোবাসি ভালোবসি। ওরা প্রাক্তন তোমার। ওরা তোমার হাত, চোখ, নাক, ঠোটে ঠোটে রেখেছে সহস্র বার।
জানি হয়ত…….আমি…….
আমি…………??স্বপ্নের রাজপুত্র নই তোমার। নচিকেতা কিংবা সেলুলয়েডের রুপালি ফিল্মের চাকচিক্যও নই আমি।
আমি শব্দচাষী। পরিত্যক্ত এক নিষিদ্ধ কবি। কবিতার ক্যানভাসে প্রেম পুজো করি। দিবে কিছু শব্দ ??। তোমার নষ্ট হয়ে যাওয়া পরিত্যক্ত আবেগগুলো থেকে। দিবে; অবিশ্বাসের গন্ধ লাগা নষ্ট শব্দগুলো??।
কাব্য লিখব একটা, গল্প বানাব নতুন ।সংসার পাতব বিশ্বাসের । দিবে তুমি ? দিবে কিছু পরিত্যক্ত শব্দ………
লিখা: রাজীব দাশ