দেশে চলমান লকডাউনের কারনে কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষের আনাগোনা কমে গেছে। এই সুযোগে প্রকৃতি তার বিস্তার ঘিটিয়েছে সৈকত জুড়ে। উদ্ভিদ আর প্রাণিতে ভরপুর সৈকতে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।
যে সাগরলতা সৈকতে বিলুপ্তির দ্বাপ্রান্তে চলে এসেছিল তা আজ সর্বত্র। এই সুযোগে সাগরলতার বেষ্টনীতে ঘর বানিয়েছে লারকোয়া পাখি (স্থানীয় নাম)। শুধু বাসা নয় এর মধ্যে ডিমও পেড়েছে পাখিটি।
ছবিঃ পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার